বাঘাইছড়িতে সেনা অপারেশন, তিনটি বাড়িতে তল্লাশি
সিএইচটি নিউজ ডটকম
বাঘাইছড়ি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের ৪টি গ্রামে সেনাবাহিনী অপারেশন চালিয়েছে। এ সময় সেনারা কমপক্ষে ৩টি বাড়িতে তল্লাশি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে বাঘাইহাট জোন, করেঙাতলী সাবজোন ও দুইটিলা আর্মি ক্যাম্প থেকে বিপুল সংখ্যক সেনা সদস্য ৪টি দলে বিভক্ত হয়ে বঙ্গলতলী ইউনিয়নের রান্যাবন ছড়া, আগালাছড়া, ভুয়াছড়ি ও তিনদোজরী গ্রামে অপারেশনে যায়। সকাল ৬টা থেকে তারা গ্রামে ঢুকে তল্লাশি শুরু করে।
সেনারা ভুয়াছড়ি গ্রামের বঙ্গ চাকমা (৪৫), পিতা- অজ্ঞাত ও রুবেল চাকমা (২৮), পিতা- পাগানাহুলো চাকমা এবং তিনদোজরী গ্রামের চঙ্গ চাকমা (৪৫), পিতা- মৃত ইন্দ্র কুমার চাকমার বাড়ি তল্লাশি চালায়। এছাড়া সেনারা এসব গ্রামের অপরাপর লোকজনের কাছ থেকেও বিভিন্ন জিজ্ঞাসাবাদ করে।
সেনারা প্রায় সারাদিন ওই এলাকায় অবস্থান করার পর বিকাল ৩টার দিকে ক্যাম্পে ফিরে যায়।
খবরটির ইংরেজী [English] ভার্সন পড়ুন এখানে
——————
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।