নিজস্ব প্রতিবেদক, সিএইচটিনিউজ.কম
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সদর, মারিশ্যা ও খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার কবাখালীতে গতকাল বুধবার পাহাড়িদের উপর সেটলারদের হামলা ও চিগোন মিলা চাকমাকে হত্যার প্রতিবাদে বাঘাইছড়ি সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে আজ ১৫ ডিসেম্বর, বৃহস্পতিবার অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে বাঘাইছড়ি ও দিঘীনালায় পাহাড়িদের উপর হামলা ও চিগোন মিলা চাকমাকে হত্যার প্রতিবাদে অনির্দিষ্ট কালের জন্য বাঘাইছড়ি ও কবাখালী বাজার বয়কট, আগামী ১৭ ডিসেম্বর বাঘাইছড়ি ও দিঘীনালায় কালো ব্যাজ ধারণ ও ১৯ ডিসেম্বর বাঘাইছড়ি ও দিঘীনালা উপজেলায় অর্ধদিবস (সকাল-৬টা-দুপুর ২টা) সড়ক ও নৌ পথ অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। এছাড়া আগামীকাল ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় অনুষ্ঠান বয়কটেরও ঘোষণা দেয়া হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে অবিলম্বে বাঘাইছড়ি ও দিঘীনালায় পাহাড়িদের উপর হামলাকারী সেটলারদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি, সেটলারদের পার্বত্য চট্টগ্রামের বাইরে সম্মানজনক পুনর্বাসন ও সেনাবাহিনী প্রত্যাহারপূর্বক সেনা শাসন তুলে নেয়ার দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, সরকার পরিকল্পিতভাবে সেটলারদের দিয়ে সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চালাচ্ছে। সরকার একদিকে চুক্তি বাস্তবায়নের কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে অপরদিকে সাম্প্রদায়িক হামলা চালিয়ে পাহাড়িদের নশ্চিহ্নি করার ষড়যন্ত্র-চক্রান্ত করছে। বক্তারা সরকারের সকল ষড়যন্ত্র-চক্রান্ত সম্পর্কে সজাগ ও সতর্ক থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
বাঘাইছড়ি : সকাল সাড়ে ১০টায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রূপকারী উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বঙ্গলতলী ইউপি চেয়ারম্যান তারুচি চাকমার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি থানা শাখার সভাপতি অতল চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি থানা শাখার সাংগঠনিক সম্পাদক অঙ্গদ চাকমা, রূপকারী ইউপি চেয়ারম্যান পারদর্শী চাকমা, বঙ্গলতলী ইউপি‘র মহিলা সদস্য শেফালী চাকমা, কাঠ ব্যবসায়ী মন্টু চাকমা ও রূপায়ন চাকমা। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বঙ্গলতলী ইউপি মেম্বার জ্ঞানজিৎ চাকমা ও পরিচালনা করেন পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি থানা শাখার সাধারণ সম্পাদক আসেন্টু চাকমা।
কুদুকছড়ি : রাঙামাটির কুদুকছড়িতে দুপুর ২টায় একটি বিক্ষোভ মিছিল কুদুকছড়ি বাজার প্রদণি করে বড় মহাপুরম উচ্চ বিদ্যালয়ের প্রবেশদ্বারের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বাবলু চাকমা ও দপ্তর সম্পাদক তাপুমনি চাকমা বক্তব্য রাখেন।
নান্যাচর : রাঙামাটি জেলার নান্যাচর উপজেলায় দুপুর ১:৩০টায় রেস্ট হাউজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদ এলাকা ঘুরে আবার রেস্ট হাউজ মাঠে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের নান্যাচর থানা শাখার সাধারণ সম্পাদক রিপন চাকমা ও কলেজ শাখার সাধারণ সম্পাদক অনিল চাকমা। মিছিলটি নান্যাচর বাজার প্রদণি করতে চাইলে প্রশাসন বাধা দেয়।
খাগড়াছড়ি সদর : দুপুর ২টায় গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের ব্যানারে খাগড়াছড়ি সদরের স্বনির্ভর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চেঙ্গী স্কোয়ার যেতে চাইলে পুলিশ হর্টিকালচার এলাকায় মিছিলটি আটকিয়ে দেয়। ফলে সেখান থেকে মিছিলটি আবার স্বনির্ভর বাজারে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আপ্রুসি মারমা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক অর্পন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মিশুক চাকমা।
পানছড়ি : বিকাল সাড়ে ৩টায় পানছড়ি কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কলেজের গেটে এসে পৌঁছলে পুলিশ ও সেনাবাহিনী বাধা দেয়। ফলে সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পাহাড়ি ছাত্র পরিষদের পানছড়ি থানা শাখার সভাপতি বিবর্তন চাকমা, সাধারণ সম্পাদক সুমেধ চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি থানা শাখার সভাপতি বরুণ চাকমা ও সাধারণ সম্পাদক সুনাঙ্গ চাকমা বক্তব্য রাখেন।
গুইমারা : বিকাল সাড়ে ৪টার দিকে গুইমারা উচ্চ বিদ্যালয় গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুইমারা বাজার প্রদণি করে আবার বিদ্যালয়ের গেটে এসে এক সংপ্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে গুইমারা উচ্চ বিদ্যালয় শাখার আহ্বায়ক চিত্র জ্যোতি চাকমা বক্তব্য রাখেন।
এছাড়া খাগড়াছড়ি জেলার দিঘীনালা এবং ঢাকায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।