বাঙালিকে বিয়ে অতপর আত্মহত্যা এক পাহাড়ি নারীর
সিএইচটিনিউজ.কম
মানিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার যুগ্যাছোলা ইউনিয়নের সুদুরখীল হেডম্যান পাড়ার মশে মারমার মেয়ে ক্রাজাই প্রু মারমা(২৫) ৩/৪ বছর আগে মো: তাজুল ইসলামের পুত্র মো: নুরুল ইসলামকে বিয়ে করে। নুরুল ইসলামের আগের এক স্ত্রী ছিল। বিয়ের পর নুরুল ইসলাম ক্রাজাইপ্রু মারমা ও তার আগের স্ত্রীকে আলাদা আলাদা ঘরে রাখতো। এভাবেই তাদের ঘর-সংসার চলছিলো। তার এক বছর বয়সী একটি পুত্র সন্তানও রয়েছে।
গতকাল ৩ সেপ্টেম্বর বুধবার রাতে ক্রাজাই প্রু মারমা নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
খোঁজ নিয়ে জানা যায়, মেয়েটি আগে এক মারমা ছেলেকে বিয়ে করেছিলো। তাদের দু’টি সন্তানও রয়েছে। কিন্তু পরে মেয়েটি তার স্বামীকে ছেড়ে চলে যায় এবং নুরুল ইসলামকে বিয়ে করে।
স্থানীয়দের ধারণা, নুরুল ইসলামের অত্যাচারে অতিষ্ট হয়েই ক্রাজাই প্রু মারমা আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার সকালে মানিকছড়ি থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে বলে জানা গেছে। তবে এ ব্যাপারে থানায় কোন মামলা হয়েছে কিনা তা জানা যায়নি। ঘটনার পর নুরুল ইসলাম পলাতক রয়েছে।
————
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।