Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
ডেস্ক রিপোর্ট
ঢাকা: ২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পাবর্ত্য চট্রগাম মন্ত্রণালয়ের জন্য ৭৫৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। জাতীয় সংসদে গতকা লঅর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ২০১৩-১৪ অর্থবছরের বাজেট বক্তৃতায় পাবর্ত্য চট্রগ্রাম মন্ত্রণালয়ের জন্য এ বরাদ্দের প্রস্তাব করেন। এর মধ্যে অনুন্নয়ন ব্যয় ২৫৬ কোটি টাকা ও উন্নয়ন ব্যয় হলো ৪৯৯ কোটি টাকা। ২০১২-১৩ অর্থবছরের জন্য মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ ছিল ৬৭০ কোটি টাকা। চলতি অর্থবছরের চেয়ে আগামী অর্থবছরের বাজেটে পাবর্ত্য চট্রগ্রাম মন্ত্রণালয়ের জন্য ১২৫ কোটি বেশি বরাদ্দ করা হয়েছে।–বাসসপ্রস্তাবিত উন্নয়ন বাজেটে ৪৯৯ কোটি টাকার মধ্যে মন্ত্রনালয়ের সচিবালয়ের জন্য ২৫৩ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়ন ও কল্যান নিশ্চিতকরণে বিগত বছরগুলোতে নিরন্তর প্রয়াস চালিয়ে গেছে। এ বছরও এ সকল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বেশ কয়েকটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ সকল প্রকল্পের মাধ্যমে পাবর্ত্য অঞ্চলে ১৬৬ কিলোমিটার গ্রামীণ সংযোগ সড়ক অবকাঠামো নির্মাণের মাধ্যমে পাহাড়ি জনগোষ্ঠীর অর্থনৈতিক সুযোগ-সুবিধা প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। (খবরের উৎস: দৈনিক পূর্বকোণ)