বান্দরবানের রোয়াংছড়িতে অগ্নিকান্ডে ৩১ বসতবাড়ি ভস্মীভূত

0
6

সিএইচটিনিউজ.কম
Agunরোয়াংছড়ি(বান্দরবান): বান্দরবানের রোয়াংছড়িতে অগ্নিকান্ডে ৩১টি বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। আজ শনিবার ভোররাতে চুলার আগুন থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।

জানা যায়, রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের ওয়াবব্রাই পাড়ায চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে পাহাড়িদের ৩১টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় লোকজন দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ত্রিশ লক্ষ ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকান্ডের খবর পেয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, জেলা প্রশাসক কেএম তরিকুল ইসলামসহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় ক্ষতিগ্রস্তদের নগদ টাকা, শীতবস্ত্র ও রান্নার সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.