বান্দরবানের লামায় সেটলার বাঙালি কর্তৃক পাহাড়ি গ্রামে হামলার প্রতিবাদে ঢাকায় পিসিপি ও ডিওয়াইএফের বিক্ষোভ
বক্তারা বলেন, খাগড়াছড়ির মাটিরাঙ্গার তাইন্দং হামলার রেশ কাটতে না কাটতে বান্দরবানের লামায় রূপসী ইউনিয়নে পাহাড়ি গ্রামে হামলা ও গ্রামবাসীদের মারধর করা হয়েছে। ভূমি বেদখল করে পার্বত্য চট্টগ্রাম থেকে পাহাড়িদের নিজ ভূমি থেকে উচ্ছেদের পরিকল্পনার অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে।
বক্তারা আরো বলেন, সরকারী-বেসরকারী বিভিন্ন সংস্থা ও ব্যক্তির নামে বান্দরবানে ইতিমধ্যে হাজার হাজার একর জমি বেদখল করা হয়েছে। কয়েক মাস আগে ভূমি দস্যু কর্তৃক চাক জাতিসত্তার উপর হামলা চালিয়ে তাদের উচ্ছেদ করা হয়েছে।