বান্দরবানের লামায় স্ত্রীকে জবাই করে হত্যা, পাষন্ড স্বামী উধাও
পুলিশ ও এলাকাবাসী জানায়, এক সপ্তাহ আগে মিয়ানমার থেকে আবু ছিদ্দিক তার স্ত্রী শাহরিনা ও এক শিশু সন্তানকে নিয়ে জনৈক আবদুস সামাদের খামার বাড়ীতে আশ্রয় নেন। বেলা ২টার দিকে আবু ছিদ্দিক তার স্ত্রী শাহরিনাকে ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় জবাই করে হত্যা করে শিশু সন্তানকে নিয়ে পালিয়ে যান। এলাকাবাসী এ ঘটনা জানতে পেরে পুলিশে খবর দেয়। বিকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইকুল আহমেদ ভূঁইয়া সাংবাদিকদের জানান, ঘাতক স্বামীকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।