বান্দরবান প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম আদিগা ত্রিপুরা পাড়া থেকে অপহৃত ৮ মাস বয়সী শিশুটির লাশ গতকাল বুধবার উদ্ধার করা হয়েছে বলে দৈনিক প্রথম আলোর সূত্রে জানা গেছে।শিশুটির মামা পূর্ণচন্দ্র ত্রিপুরা পারিবারিক কলহের জের ধরে অপহরণের পর শিশুটিকে হত্যা করেছেন বলে বিজিবি ও পুলিশের কাছে স্বীকার করেছেন বলে পত্রিকাটি জানিয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।শিশুটির বাবার নাম হাতিরাং ত্রিপুরা।আদিগা এলাকার বাসিন্দা মনিরাম ত্রিপুরাকে উদ্ধৃত করে পত্রিকাটি জানায়, গত সোমবার বিকেলে জুমঘর থেকে শিশুটি অপহৃত হয়। এলাকাবাসী অপহরণকারী সন্দেহে শিশুটির মামা পূর্ণচন্দ্রকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে পূর্ণচন্দ্র শিশুকে অপহরণের কথা স্বীকার করেন।