বান্দরবান প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
পার্বত্য জেলা বান্দরবানের রাজবিলা ইউনিয়নেরঅং থুই প্রু মারমা অপহরণ হওয়ার ৫ দিন পর আজ ২২ অক্টোবর তার লাশউদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে গলাচিপার গরু মাঠঝিড়ি থেকে মাটিচাপাদেয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। গত ১৭ অক্টোবর ভোরেঅং থুই প্রুমারমাকে নিজ ঘর থেকে ১০/১২ জন অস্ত্রধারী অপহরণ করে নিয়ে যায়। ১৯ অক্টোবরঘটনার সাথে জড়িত সন্দেহে রাজবিলা থেকে গঙ্গা মারমা নামে এক জনকে আটক করেপুলিশ। সে জেএসএস(সন্তু)-এর ছাত্র সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের সদস্য বলে জানা গেছে।গঙ্গা মারমা পুলিশকে জানায়, অপহরণের পরের দিন অং থুই প্রু মারমাকেগুলি করে হত্যা করা হয়েছে।এরপর পুলিশ তাকে নিয়ে উদ্ধারঅভিযানে নামে।
দুপুর পৌনে দুইটার দিকে সদর উপজেলা ভাইস চেয়ারম্যানসহ একদলপুলিশ সদর উপজেলার কুহালং ইউনিয়নের চেমীছড়ার গরুমাঠ এলাকা থেকে অংথুইপ্রু মারমার লাশ উদ্ধারকরে।
এদিকে, এলাকাবাসী এবং পরিবারের পক্ষ থেকে এ হত্যার জন্যপার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(জেএসএস)-এর সন্ত্র গ্রুপের সন্ত্রাসীদের দায়ী করে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে। এ ঘটনায় অংথুইপ্রু মারমার স্ত্রী একটি হত্যা মামলা দায়ের করেছেন।