সিএইচটিনিউজ.কম
বান্দরবান : বান্দরবানে লামা উপজেলার রূপসী পাড়া ইউনিয়নে দূর্গম পাহাড়ি এলাকা থংপয় ম্রো পাড়ায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে দু’জন নারীসহ তিন জন। আক্রান্ত হয়েছে আরো চল্লিশজন। দূর্গমতা, সড়ক ও মোবাইল ফোনের নেটওয়ার্কের যোগাযোগ ব্যবস্থা না থাকায় অকুস্থলে যেতে বেগ পেতে হয়েছে চিকিৎসকদের।
লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী জানান, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তিনজন ম্রো জাতির লোক মারা গেছে। আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে দূর্গমতার কারনে আক্রান্ত রোগী ও মৃতদের পরিচয় জানা যায়নি বলে জানান।
সিভিল সার্জন ডাঃ মংতেঝ জানান, ডায়রিয়ায় আক্রান্তদের দ্রুত চিকিৎসা সেবা দেয়া হয়েছে। একটি মেডিকেল টিম অকুস্থলে কাজ করছেন। ডায়রিয়া নিয়ন্ত্রণে আছে।
উৎস: সিএইচটি২৪.কম