বান্দরবানে পাহাড়ি স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষক আটক!
বান্দরবান: বান্দরবানে এক পাহাড়ি স্কুল ছাত্রীকে ফুসলিয়ে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে মোহাম্মদ হারুণ অর রশিদ নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা শহরের জাদি পাড়ার এলাকায় অবস্থিত স্বর্ণশিলা আবাসিক হোটেলে একটি কক্ষ থেকে স্কুল ছাত্রীসহ তাঁকে আটক করা হয়।
আটক হারুণ অর রশিদ রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের বানিজ্য বিভাগের (খন্ডকালীন) শিক্ষক।
শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে তাঁকে জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হয়। কোর্ট তাকে জেলে পাঠিয়ে দেয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী লালজৌপার প্রকাশ রদি বম (১৪) কে ফুসলিয়ে বান্দরবানে এনে স্বর্ণশিলা আবাসিক হোটেলে ধর্ষণে চেষ্টা চালায় ওই শিক্ষক। খবর পেয়ে একদল স্থানীয় যুবক তাঁদের হাতে-নাতে ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেয়।
বান্দরবান সদর থানা ইনচার্জ ও,সি মোহাম্মদ রফিক উল্লাহ সাংবাদিকদের জানান, আটককৃত শিক্ষকের বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন আইনের একটি মামলা হয়েছে।
সূত্র: দৈনিক ঝিড়িঝর্ণা
——————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।