সিএইচটিনিউজ.কম
বান্দরবান : বান্দরবানের থানচিতে বিজিবির সদস্যরা বাক প্রতিবন্ধী থোয়াইহ্লামং মারমাকে (১৩) লাঠিপেটা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শিশুটির বাড়ি থানচির তিন্দু বাজার পাড়ায়। গতকাল শনিবার তাকে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
থোয়াইহ্লামং মারমার খালু ও কার্বারি ক্রানি অং মারমা বলেন, বিজিবির ক্যাম্প-সংলগ্ন জমিতে কচুর চারা রোপণে বিজিবির সদস্যরা বাধা দিলে থোয়াইহ্লামং প্রতিবাদ করে। তখন বিজিবির সদস্যরা তাকে হাত বেঁধে বেদম মারধর করতে করতে ক্যাম্পে নিয়ে যান। সেখানেও তাকে মারধর করে হাত-পা বেঁধে রাখা হয়।
তবে বিজিবির থানচির বলীপাড়া ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আনোয়ার বলেন, বাক প্রতিবন্ধী ওই শিশুকে নির্যাতনের অভিযোগ সত্য নয়। তিনি বলেন, ক্যাম্পের সীমানার ভেতরের জমিতে কচু চাষ না করতে ওই শিশু ও তার মাকে বলা হয়েছিল। কিন্তু ভাষা না বোঝায় ওই শিশু দা দিয়ে বিজিবির একজন সদস্যের ওপর হামলার চেষ্টা করে। এ জন্য তাকে ক্যাম্পে নিয়ে আসা হয়। তাকে মারধর করা হয়নি। প্রতিবন্ধী জানার পর শিশুটিকে ছেড়ে দেওয়া হয়।
সূত্র: প্রথম আলো