বান্দরবানে সন্তু গ্রুপের সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ নেতা বিক্রম তঞ্চঙ্গ্যা আহত
সিএইচটিনিউজ.কম
বান্দরবান: বান্দরবান জেলা সদরের বালাঘাটায় জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ নেতা বিক্রম তঞ্চঙ্গ্যা(৩০) আহত হয়েছেন। এছাড়া মো: নাসির নামে অপর একজন পথচারীও আহত হয়েছেন বলে জানা গেছে। আজ ৯ মে শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার বিকালে বিক্রম তঞ্চঙ্গ্যা বালাঘাটা বাজার থেকে পার্শ্ববর্তী হিন্দু পাড়ায় কালিমন্দির এলাকায় বেড়াতে যান। তিনি সেখানে অবস্থান করার সময় সন্ধ্যা ৬টার দিকে সন্তু গ্রুপের সন্ত্রাসীরা মোটর সাইকেল যোগে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে পালিয়ে যায়। এতে তাঁর ডান পায়ের হাঁটুর নীচে গুলি বিদ্ধ হয়। এ সময় সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে মো: নাসির নামে অপর এক পথচারীও আহত হয়।
পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করে।
ইউপিডিএফের বান্দরবান জেলা প্রধান সংগঠন ছোটন কান্তি তঞ্চঙ্গ্যা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারী সন্তু গ্রুপের সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবি করেছেন।
—————————