বাবুছড়ায় বিজিবি হামলার প্রতিবাদে তিন সংগঠনের ডাকে খাগড়াছড়ি জেলায় অর্ধদিবস সড়ক অবরোধ চলছে
সিএইচটিনিউজ.কম

খাগড়াছড়ি: দীঘিনালা উপজেলার বাবুছড়ার যত্নমোহন কার্বারী পাড়ায় পাহাড়ি গ্রামবাসীদের উপর বিজিবি, পুলিশ ও সেটলারদের হামলার প্রতিবাদে ইউপিডিএফের তিন সহযোগী সংগঠন গনতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের ডাকে খাগড়াছড়ি জেলায় অর্ধদিবস সড়ক অবরোধ চলছে। রবিবার সকাল ৬টা থেকে এ অবরোধ শুরু হয়। সকালে শহরের দক্ষিণ খবংপুজ্জে, স্বনির্ভর ও খাগড়াছড়ি গেট এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে পিকেটাররা। অবরোধ চলাকালে সকালে দক্ষিণ খবংপুজ্জে পেট্রোল পাম্প এলাকায় পুলিশ পিকেটারদের বাধা দিলে সামান্য উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় পুলিশ পিকেটারদের লক্ষ্য করে কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। এছাড়া খাগড়াছড়ি গেট এলাকায়ও পুলিশ পিকেটারদের বাধা দেয়ার চেষ্টা করে। এছাড়া সকাল সাড়ে ১০টার দিকে মানিকছড়ির জামতলা থেকে পুলিশ এক পিকেটারকে আটক করেছে বলে খবর পাওয়া গেছে।
অবরোধের কারণে শহরের আভ্যন্তরীণ সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। শহর থেকে দূর পাল্লার কোন যান ছেড়ে যায়নি। জেলার অন্যান্য সকল উপজেলায়ও শান্তিপূর্ণভাবে অবরোধ চলছে বলে খবর পাওয়া গেছে।।
দীঘিনালা প্রতিনিধি জানান, তিন সংগঠন ও ভূমি রক্ষা কমিটির ডাকে দীঘিনালায় স্বতঃস্ফুর্তভাবে সড়ক অবরোধ পালিত হচ্ছে। সকাল থেকে সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছ। এলাকাবাসী স্বতঃস্ফুর্তভাবে এ অবরোধকে সমর্থন জানিয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বড় ধরনের আর কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বেলা ১টা পর্যন্ত এ অবরোধ চলবে বলে সংগঠনগুলোর সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, গত ১০ জুন বিজিবি’র ভূমি বেখদলের বিরুদ্ধে প্রতিবাদ ও নিজ জামিতে কলা গাছ রোপন করতে গেলে বিজিবি, পুলিশ ও সেটলাররা যৌথভাবে তাদের উপর হামলা চালায়। এতে মোট ১৮ জন পাহাড়ি গুরুতর আহত হন, যাদের অধিকাংশই হলেন নারী। এ ঘটনার প্রতিবাদে গত ১১ জুন খাগড়াছড়িতে এক বিক্ষোভ সমাবেশ থেকে তিন সংগঠন এ সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করে।
—————-
* খাগড়াছড়িতে তিন সংগঠনের ডাকে অর্ধদিবস সড়ক অবরোধ শুরু
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।