দীঘিনালা॥ গতকাল বুধবার বাবুছড়ায় আবদুল গফুর নামে এক লিচু ব্যবসায়ী নিখোঁজ হওয়ার গুজব ছড়িয়ে পড়লে পুলিশসহ নিরাপত্তা বাহিনীর একটি দল অনুসন্ধানে বের হয় ।
তারা বাবুছড়া ইউনিয়ন কাউন্সিলের অফিসে গিয়ে এ ব্যাপারে খোঁজ খবর নেন। এ সময় এলাকাবাসী তাদের জানায় যে উক্ত বাঙালি ব্যবসায়ী লিচু কিনতে সেখানে গেলেও কাজ শেষে ফিরে গেছেন।
তারা উক্ত ব্যবসায়ীর সাথে নিরাপত্তা বাহিনীর সদস্যদের কথাও বলিয়ে দেন। এতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিশ্চিত হন যে, আবদুল গফুর নিখোঁজ কিংবা অপহৃত হননি।
তবে বিকেল ২টার দিকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা স্পট ভেরিফিকেশনের জন্য সাধনাটিলায় যান। পরে সেখান থেকে ফিরে তারা স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ কয়েকজনকে বাবুছড়া ক্যাম্পে ডেকে নিয়ে বৈঠক করেন।
বৈঠকের বিস্তারিত জানা যায়নি, তবে নতুন যোগ দেয়া ক্যাম্প কমাণ্ডার সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বলে বৈঠকে উপস্থিত একজন সিএইচটি নিউজ ডটকমকে জানিয়েছেন।
তবে যারা নিখোঁজ হওয়ার গুজব ছড়িয়েছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা সে ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি।
——————-
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।