বাম জোট ও বাংলাদেশ জাসদের নেতৃবৃন্দ গুইমারা পরিদর্শন করবেন

ঢাকা প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীর ছত্রছায়ায় সন্ত্রাসী হামলায় নিহত ও আহতদের পরিবার ও এলাকার পাহাড়ি জনগোষ্ঠির সাথে সাক্ষাত, মতবিনিময়, এলাকা পরিদর্শন এবং ডিসি, এসপি’র সাথে সাক্ষাত করবেন।
গতকাল বুধবার (৮ অক্টোবর) বাসদের কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে গতকাল রাতে বাম জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজের নেতৃত্বে প্রতিনিধি দলটি খাগড়াছড়ির উদ্দেশ্যে রওয়ান দেওয়ার কথা বলা হয়।
প্রতিনিধি দলে সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফি রতন, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) নেতা শফিউদ্দিন কবীর আবিদ, কমিউনিস্ট লীগ নেতা নজরুল ইসলাম, সমাজতান্ত্রিক পার্টির নেতা আব্দুল আলী থাকবেন বলে জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।
অপরদিকে, গণতান্ত্রিক অধিকার কমিটির একটি প্রতিনিধি দলও গুইমারার ঘটনাস্থল ও খাগড়াছড়িতে ধর্ষণের শিকার ভুক্তভোগী কিশোরীর পরিবারের সাথে সাক্ষাত করার কথা রয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।