বিজিবি ও সেটলার কর্তৃক স্কুলঘর ভাঙচুর : জেলা প্রশাসক বরাবর রামগড়বাসীর স্মারকলিপি পেশ

উল্লেখ্য, রামগড় উপজেলার ১নং ইউনিয়নের অধীন রূপাইছড়ি, দক্ষিণ লালছড়ি, গরুকাটা, লাঙেল পাড়ার এলাবাসীর অর্থায়নে ও সেচ্ছাশ্রমে স্কুলটি নির্মানের উদ্যোগ গ্রহণ করা হয়। বহু কষ্টে স্কুল ঘরটি নির্মান সম্পন্ন করা হয়। কিন্তু কোন কারণ ছাড়া গত ২৪ ডিসেম্বর রাতে কতিপয় বিজিবি সদস্য ও সেটেলার খাগড়াবিল থেকে এসে স্কুলটি ভেঙে দেয় ত্রবং টিনগুলো খুলে নিয়ে যায়। এরপর ৬ সেপ্টেম্বর দরজা-জানালা ভেঙে নির্মাণ সামগ্রী নষ্ট করে দেয়। এবং পরে ১০ নভেম্বর সাইনর্বোড খুলে নিয়ে যায়। এতে তিন লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়। স্কুলের নতুন কাঠামো গড়ে ওঠার পর এ বছর (২০১৯) পূর্ণো্যমে ছাত্র-ছাত্রী ভর্তি করার কথা ছিল।
——————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।