ঢাকা : রাঙামাটির বিলাইছড়িতে দুই নারী ও নাটোরে এক শিশুর উপর ভয়াবহ যৌন সহিংসতার প্রতিবাদ এবং নিপীড়কদের দ্রুত শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার (১ মার্চ ২০১৮) বিকাল ৪ টায় শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে যৌন নিপীড়নবিরোধী শিক্ষার্থী জোটের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
“জাগো মানুষ, জাগো বহ্নিশিখা” শ্লোগানে অনুষ্ঠিত মানববন্ধনে হিল উইমেন্স ফেডারেশনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র সংগঠনের নেতা-কর্মীসহ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে যৌন নিপীড়নবিরোধী শিক্ষার্থী জোটের আহ্বায়ক শিবলী হাসান’র সভাপতিত্বে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমা, শ্রাবণ প্রকাশনীর প্রকাশক রবিন আহসান, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সহ-সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, যৌন নিপীড়নবিরোধী শিক্ষার্থীজোটের সদস্য শেখ ইমরানুল হক, গণজাগরণ মঞ্চের কর্মী জীবনান্দ জয়ন্ত ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাবি এর সাধারণ সম্পাদক রাজীব কান্তি। এছাড়াও এতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিনয়ন চাকমা।
মানববন্ধন থেকে বক্তারা রাঙামাটি ও নাটোরে নারী-শিশুর উপর যৌন নিপীড়নকারীদের দ্রুত গ্রেফতারপূর্বক সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
——————
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্রউল্লেখপূর্বক ব্যবহার করুন।