নান্যাচর : রাঙামাটির বিলাইছড়িতে গত ২১ জানুয়ারি দিবাগত রাতে সেনা সদস্য কর্তৃক একই পরিবারের দুই মারমা মেয়েকে ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে নান্যাচরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে এলাকার তিন শতাধিক নারী অংশগ্রহণ করেন।
‘সচেতন নারী সমাজ’-এর ব্যানারে আজ রবিবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় খুল্যাং পাড়ায় অনুষ্ঠিত সমাবেশে হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক দয়াসোনা চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন নান্যাচর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোয়ালিটি চাকমা, নান্যাচর ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ডের মেম্বার আলোকা চাকমা, ৪,৫ ও ৬নং ওয়ার্ডের মেম্বার অনিতা চাকমা, সাবেক মহিলা মেম্বার কল্পনাা চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য রিতা চাকমা প্রমুখ।
সমাবেশে বক্তারা বিলাইছড়িতে সেনা সদস্য কর্তৃক একই পরিবারের দুই বোনের মধ্যে একজনকে ধর্ষণ ও আরেকজনকে যৌন হয়রানির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী অঘোষিত সেনাশাসন ‘অপারেশন উত্তরণ’ জারি রেখে নিপীড়ন-নির্যাতন, অন্যায় ধরপাকড়, ধর্ষণ, খুন ইত্যাদি সংঘটিত করছে। বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের দুর্গম অরাছড়ি গ্রামে অপারেশনের নামে সেনা সদস্যরা দুই বোনের উপর পাশবিক নির্যাতন তারই ধারাবাহিক অংশ।
বক্তারা আরো বলেন, মারমা মেয়ে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে সেনাবাহিনী এক আনসারকে গ্রেফতারের নাটক করলেও প্রকৃত অপরাধীদের আড়াল করা যাবে না। ধর্ষণকারী সেনা সদস্যদের চিহ্নিত করে অবিলম্বে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান বক্তারা।
সমাবেশটি নান্যাচর উপজেলা সদরে করার কথা থাকলেও প্রশাসন বাধা দেয় বলে অভিযোগ করা হয়।
——————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।