বিশ্ব পরিবেশ দিবসে গুইমারায় ইউপিডিএফের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
গুইমারা প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ৫ জুন ২০২৪
‘বিশ্ব পরিবেশ দিবস’ উপলক্ষে খাগড়াছড়ির গুইমারায় ইউপিডিএফের স্থানীয় ইউনিটের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়েছে।
আজ ৫ জুন ২০২৪, বুধবার সকালে ইউপিডিএফের স্থানীয় ইউনিটের সংগঠক হ্লাপ্রু মারমার নেতৃত্বে এলাকার সচেতন ছাত্র-যুবকদের নিয়ে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাস্তা, দোকানপাট, বাড়ির আশপাশসহ বিভিন্ন স্থানে যত্রতত্র পড়ে থাকা প্লাস্টিক বোতল, পলিথিনসহ পরিবেশের ক্ষতিকর বিভিন্ন বর্জ্য কুড়িয়ে আগুনে পুড়িয়ে ফেলা হয়।
এ বিষয়ে ইউপিডিএফের গুইমারা ইউনিটের সমন্বয়ক সমন্বয়ক ঝিমিত চাকমা বলেন, মানুষের সুস্থভাবে জীবন-যাপনের পরিবেশ সুরক্ষা খুবই জরুরী। আমাদের অসচেতনতার কারণে যত্রতত্র প্লাস্টিক বোতল, পলিথিন ফেলে দেয়ায় একদিকে যেমন পরিবেশের ক্ষতি হচ্ছে, অন্যদিকে মাটির উর্বরতাও হ্রাস পাচ্ছে। তাই সবাইকে পরিবেশ সম্পর্কে সচেতন হতে হবে। যত্রতত্র প্লাস্টিক, পলিথিন ফেলে দেয়া যাবে না, সুনির্দিষ্ট জায়গায বা ডাস্টবিনে ফেলে পুড়ে ফেলতে হবে।
তিনি পরিবেশ সুরক্ষায় প্রতিবছর গাছের চারা বিতরণসহ ইউপিডিএফের নানা কর্মসূচির কথাও তুলে ধরেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।