বিশ্ব পরিবেশ দিবসে বাঘাইছড়ির তিন স্থানে র‌্যালি, সমাবেশ ও পরিষ্কার অভিযান

0

বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ৫ জুন ২০২৪

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার তিন স্থানে পরিবেশ রক্ষা কমিটি ও সচেতন এলাকাবাসীর উদ্যোগে র‌্যালি, সমাবেশ ও পরিষ্কার অভিযান কর্মসূচি পালন করা হয়েছে।

আজ ৫ জুন ২০২৪, বুধবার সকালে বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী বাজার ও সাজেক ইউনিয়নের উজোবাজার ও মাচালং বাজারে পৃথক পৃথকভাবে উক্ত কর্মসূচি পালন করা হয।

বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী বাজারে সচেতন এলাকাবাসীর উদ্যোগে একটি র‌্যালি করা হয়। র‌্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে জোতিময় চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ৩৫নং বঙ্গলতলী ইউপি চেয়ারম্যান জ্ঞান জ্যোতি চাকমা, করেঙ্গাতলী বাজার কমিটি সাধারণ সম্পাদক কবির হোসেন ও কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি ইন্দ্র চাকমা।

পরিবেশ দিবসে করেঙ্গাতলী বাজারে র‌্যালি করেন সচেতন এলাকাবাসী।

সাজেক ইউনিয়নের উজোবাজারে পরিবেশ রক্ষা কমিটির উদ্যোগে র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালি শেষে প্রভাত কার্বারীর সঞ্চালনায় ও নতুন জয় চাকমার সভাপতিত্ব বক্তব্য রাখেন জুমচাষী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ধারাজ কার্বারী ও সাজেক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার দয়াধন চাকমা।

সাজেকের বাঘাইহাটে (উজো বাজারে) র‌্যালি করে পরিবেশ রক্ষা কমিটি


অপরদিকে, সাজেকের মাচালং বাজারে্ও পরিবেশ রক্ষা কমিটির উদ্যোগে পরিবেশ সচেতনতামূলক র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালি পরবর্তী সমাবেশে ৩৬ নং সাজেক ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমার সভাপতিত্বে ও রতন চাকমা সঞ্চালনায় বক্তব্য রাখেন মাচালং উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষিকা রুপালি চাকমা ও সাজেক ভূমি রক্ষা কমিটির সভাপতি নতুন জয় চাকমা।

সাজেকের মাচলং বাজারে পরিবেশ রক্ষা কমিটির উদ্যোগে র‌্যালির আয়োজন করা হয়।


সমাবেশে বক্তারা, পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক পরিবেশ ও প্রকৃতির বিশুদ্ধতা রক্ষায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং সরকারের নানা পদক্ষেপের কারণে বাঘাইছড়ি, সাজেকসহ পার্বত্য চট্টগ্রামে প্রাকৃতিক পরিবেশের বিপর্যয় ঘটছে বলে মন্তব্য করেন।

এছাড়া তারা প্লাস্টিক-পলিথিনসহ পরিবেশের ক্ষতিকর বর্জ্য যত্রতত্র না ফেলে ডাস্টবিনে রেখে তা পুড়িয়ে ফেলা, পরিবেশ ক্ষতিকারক গাছ না লাগানো এবং বন্যপ্রাণী ও ছড়া-ঝিরি সুরক্ষার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

সমাবেশ শেষে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয। এতে যত্রতত্র পড়ে থাকা প্লাস্টিক-পলিথিনসহ পরিবেশের ক্ষতিকারক বিভিন্ন বর্জ্য কুড়িয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More