বুধবার আধাবেলা অবরোধের সমর্থনে মানিকছড়িতে মশাল মিছিল

মানিকছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
আগামীকাল বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও নারী আত্মরক্ষা কমিটির ডাকা খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক, খাগড়াছড়ি-ঢাকা সড়ক ও খাগড়াছড়ি-সাজেক পর্যটন সড়কে আধাবেলা অবরোধ কর্মসূচির সমর্থনে এবং তবলাপাড়া-কালাপানিতে সেনা হামলার প্রতিবাদে ও দোষী সেনাদের শাস্তির দাবিতে মানকছড়িতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টায় পাহাড়ি ছাত্র পরিষদ ও নারী আত্মরক্ষা কমিটির উদ্যোগে “পার্বত্য চট্টগ্রামে সেনা ও ঠ্যাঙাড়ে সন্ত্রাস বন্ধ কর” শ্লোগানে মানিকছড়ি কলেজিয়েট উচ্চ বিদ্যালয় থেকে মশাল মিছিল করা হয়। মিছিলটি মানিকছড়ি গিরি মৈত্রী ডিগ্ৰি কলেজের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন পিসিপি মানিকছড়ি উপজেলা সভাপতি আনু মারমা ও পিসিপি কেন্দ্রীয় কমিটি সদস্য অংহ্লাচিং মারমা।

আনু মারমা বলেন গতকাল এক বিবৃতিতে মাধ্যমে আমরা সরকারের প্রতি ২৪ ঘন্টা সময় দিয়েছিলাম তবলা পাড়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড করতে যাওয়া সেনা মদতপুষ্ট ৬ জন সশস্ত্র ঠ্যাঙাড়ে সন্ত্রাসীকে গ্রেফতার এবং জনতার ওপর হামলাকারী সেনাদের শাস্তির জন্য। কিন্তু ২৪ ঘন্টা পার হলেও প্রশাসনের পক্ষ থেকে সন্ত্রাসীদের গ্রেফতার ও দোষীদের শাস্তির কোন পদক্ষেপ নেয়া হয়নি। তাই আগামীকাল মানিকছড়ি উপজেলায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে আধাবেলা অবরোধ পালন করবে পাহাড়ি ছাত্র পরিষদ ও নারী আত্মরক্ষা কমিটি।
অংহ্লাচিং মারমা বলেন, গত ৭ সেপ্টেম্বর তবলা পাড়ায় সেনাবাহিনী ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে খুন গুম অপহরণের চেষ্টা চালিয়েছে। কিন্তু বিক্ষুব্ধ জনতার হাতে ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা আটক হলেও সেনাবাহিনী তাদেরকে উদ্ধার করে নিরাপদে নিয়ে যায়। এতে স্পষ্ট প্রমাণ হয় ওই ঠ্যাঙাড়েরা সেনাবাহিনীর পোষ্য।

তিনি বলেন, ঘটনা সেখানেই শেষ হয়নি। সেনারা যখন ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের নিরাপদে নিয়ে যাচ্ছিল তখন স্থানীয় বিক্ষুব্ধ জনতা তার প্রতিবাদে রাস্তায় নামলে সেনাবাহিনী জনতার ওপর হামলা, লাঠিচার্জ ও গুলিবর্ষণ করে। এততে অনেকে আহত হয়েছেন।
তিনি আরো বলেন, ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও দীঘিনালায় সেনাবাহিনী জুনান, রুবেল ও ধনরঞ্জনকে হত্যা করেছিল। এভাবে সেনারা বার বার জনগণের ওপর গুলি করে মানুষ হত্যা ও হত্যার অপচেষ্টা চালাচ্ছে, অন্যদিকে পোষ্য সন্ত্রাসীদের জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। পাহাড়ের প্রত্যোকটি হত্যাকাণ্ডে সেনাবাহিনী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে তিনি মন্তব্য করেন।
তিনি আগামীকাল বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক, খাগড়াছড়ি-ঢাকা সড়ক এবং খাগড়াছড়ি-সাজেক পর্যটন সড়কে আধাবেলা অবরোধ কর্মসূচি সফল করতে যানবাহন মালিক, শ্রমিকসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।