বৃহত্তর জাতীয় চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে বৈসাবি উদযাপন জাতীয় কমিটির পোস্টারিং

0
8

নিজস্ব প্রতিনিধি।। “সকল বিভেদ-বিভ্রান্তি-সংকীর্ণতা ছুঁড়ে ফেলে বৃহত্তর জাতীয় চেতনায় ঐক্যবদ্ধ হোন” এই আহ্বান জানিয়ে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে পোস্টারিং করা হয়েছে।

Boisabi poster

মহান ঐতিহ্যবাহী বৈসাবি উৎসব উদযাপন জাতীয় কমিটির নামে প্রকাশিত এই পোস্টারে আহ্বান জানিয়ে আরো বলা হয়, ‘স্ব স্ব ঐতিহ্য সংস্কৃতি উর্ধ্বে তুলে ধরে জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতির দাবিতে চলমান লড়াই জোরদার করুন, উৎসবের নামে বাহুল্য, কৃত্রিম জৌলুস প্রদর্শন, অপসংস্কৃতি ও বিকৃতির বিরুদ্ধে সজাগ হোন’।

পোস্টারের মূল শ্লোগান হচ্ছে-

“নির্বিঘ্নে বৈসাবি পালনে চাই গণতান্ত্রিক পরিবেশ, দমনমূলক ‘১১ দফা নির্দেশনা তুলে নাও”

“ব্যর্থতার জীর্ণ পাতা ঝড়ে যাক, নতুন বছরের নব পত্রপল্লবের মতো নব উদ্যমে হোন বলীয়ান!”

৭ এপ্রিল ২০১৭ প্রকাশিত এই পোস্টারে অবস্থা বিশেষে স্ব স্ব এলাকায় ঐতিহ্যবাহী নৃত্য-সংগীত-ক্রীড়ানুষ্ঠান, পানি খেলা, র‌্যালি ও সমাবেশ আয়োজনের আহ্বান জানানো হয়েছে।
—————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.