বেতছড়িতে সেটলার কর্তৃক পাহাড়িদের জায়গা বেদখল প্রচেষ্টার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ
খাগড়াছড়ি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ি সদর উপজেলাধীন ২৬৪ নং ভুয়াছড়ি মৌজার বেতছড়ির বড়নালে সেটলার কর্তৃক পাহাড়িদের জায়গা বেদখল প্রচেষ্টার প্রতিবাদে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে। আজ ১৮ সেপ্টেম্বর সকাল ১১টায় খাগড়াছড়ি সদরের মহাজন পাড়ার সূর্যশিখা কাবের মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চেঙ্গী স্কোয়ার ঘুরে স্বনির্ভর বাজারে গিয়ে শেষ হয়। মিছিল পরবর্তী সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক বিপুল চাকমা ও সহ সাধারণ সম্পাদক অংকন চাকমা।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে সেটলার কর্তৃক পাহাড়িদের ভূমি বেদখল অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় সেটলাররা বেতছড়ির বড়নালে পাহাড়িদের জায়গা জোরপূর্বক বেদখলের চেষ্টা চালাচ্ছে। পাহাড়িদের প্রতিরোধের মুখে জায়গা বেদখলে ব্যর্থ হয়ে সেটলাররা গতকাল খাগড়াছড়ি বাজারে আসা বেতছড়ি এলাকার দুই পাহাড়িকে মারধর করে আহত করেছে।
বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের জায়গা-জমি পাহাড়িদেরই সম্পত্তি। পরিকল্পিতভাবে সেটলারদের দিয়ে পাহাড়িদের জায়গা-জমি বেদখলের মাধ্যমে তাদেরকে নিজ ভূমি থেকে উচ্ছেদের প্রক্রিয়া চালানো হচ্ছে।
বক্তারা ভূমি বেদখলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য পাহাড়ি জনগণের প্রতি আহ্বান জানান।
বক্তারা অবিলম্বে বেতছড়িতে সেটলার কর্তৃক জায়গা বেদখল বন্ধে প্রয়োজনীয় পদপে গ্রহণ করা, জায়গা বেদখল প্রচেষ্টার সাথে জড়িত সেটলারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর রবিবার দুপুর ২টার দিকে ভুয়াছড়ি সেটলার পাড়া থেকে ৪০/৫০ জনের একদল সেটলার ২৬৪ নং ভুয়াছড়ি মৌজার বেতছড়ির বড়নাল গ্রামের বাসিন্দা জমিত লাল চাকমা, অমৃত লাল চাকমা এবং বলভদ্র চাকমার রেকর্ডভুক্ত ও দখলীয় কমপে ১১একর জায়গার উপর ঘর তুলতে যায়। এ খবর পেয়ে স্থানীয় জনগণ বাধা দিতে গেলে সেটলাররা তাদের ওপর হামলা চালায়। অবশ্য পরে ব্যাপক প্রতিরোধের মুখে সেটলাররা সরে যেতে বাধ্য হয়।
এর পরদিন অর্থাৎ গতকাল দুপুরে খাগড়াছড়ি বাজারে আসা বেতছড়ির দুই পাহাড়িকে সেটলাররা মারধর করে আহত করে। আহতরা বর্তমানে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।