বৈসাবি উপলক্ষে দক্ষিণ কোরিয়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    0
    101

    সিউল প্রতিনিধি॥ দক্ষিণ কোরিয়ায় বসবাসরত জুম্মরা বৈসাবি উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

    গত ৮ এপ্রিল রবিবার জুম্ম পিপল্স নেটওয়ার্ক-কোরিয়া (জেপিএনকে) গিমপোসিটিতে এ অনুষ্ঠানের আয়োজন করে। এটা দক্ষিণ কোরিয়ায় সংগঠনটির ১৬তম বৈসাবি উৎসব উদযাপন।

    অনুষ্ঠানের প্রথম পর্বে দক্ষিণ কোরিয়ার সরকারী ও বিরোধী রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বেসরকারী সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। এ সময় জুম্ম জনগণের শিক্ষা, মানবাধিকার ও মিডিয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য দুই জন কোরিয়ান ব্যক্তিত্ব এবং ৪টি সংগঠনকে প্রশংসা পত্র প্রদান করা হয়

    এর পর একটি স্বল্প দৈর্ঘ্য ডক্যুমেন্টারি ফিল্ম প্রদর্শন করা হয়।

    অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন সমাপ্তি চাকমা বর্গনে (ফ্রান্স থেকে), সংগীতা চাকমা  কোরিয়া) এবং রত্ন কীর্তি চাকমা (কোরিয়া)। ইনহা বিশ^বিদ্যালয়ের লি জিন ইয়াং এতে সভাপতিত্ব করেন।

    রনেল চাকমা এবং মিজ ইয়াং আহ্ কিম তাদের বক্তব্যগুলো চাকমা ও ইংরেজী ভাষায় অনুবাদ করে দেন।

    বক্তারা তাদের বক্তব্যে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি তুলে ধরেন। রত্ন কীর্তি চাকমা নব্য মুখোশ বাহিনী (এনএমবি) কর্তৃক নারী নেত্রীদের অপহরণের বিষয়টির প্রতি আন্তর্জাতিক মহলের দৃষ্টি প্রদানের আহ্বান জানান।

    অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভোজ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৩শ জন অংশগ্রহণ করেন।
    ———————
    সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

    Print Friendly, PDF & Email

    Leave a Reply

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.