ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর সভাপতি প্রসিত খীসা আজ ২৮ মার্চ এক বিবৃতিতে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বৈসাবি পালনের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, যে কোন আনন্দ উৎসবের জন্য দরকার সুস্থ, স্বাভাবিক ও ভয়-ভীতি মুক্ত পরিবেশ। কিন্তু সাজেক ও খাগড়াছড়িতে পরিকল্পিত সাম্প্রদায়িক হামলার পর জনগণের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে। হামলার শিকার লোকজন বনে জঙ্গলে ও খোলা আকাশের নীচে অনাহারে অর্ধাহারে দিন যাপন করতে বাধ্য হচ্ছেন। ভয়ে তারা এখনও নিজ এলাকায় ফিরতে পারেননি, ক্ষতিপূরণও পাননি। অন্যদিকে হামলাকারীদের গ্রেফতার ও তদন্ত কমিটি গঠন করা হয়নি। সর্বোপরি খাগড়াভছড়িতে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে কার্যতঃ অঘোষিত জরুরী অবস্থা জারি করা হয়েছে। এ অবস্থায় সুস্থ মস্তিষ্ক সম্পন্ন সচেতন কোন নাগরিক আনন্দ উৎসবে সামিল হতে পারে না।
বিবৃতিতে প্রসিত খীসা হামলায় ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান, হামলাকারীদের গ্রেফতার ও তদন্ত কমিটি গঠন এবং ভবিষ্যতে আর কখনও হামরা হবে না আর বিনাদোষে কেউ আটক কিংবা নির্যাতনের শিকার হবে না এই মর্মে নিশ্চয়তা প্রদান সহ পার্বত্য চট্টগ্রামে জনগনের পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করে উৎসব পালনের সুস্থ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, যে কোন আনন্দ উৎসবের জন্য দরকার সুস্থ, স্বাভাবিক ও ভয়-ভীতি মুক্ত পরিবেশ। কিন্তু সাজেক ও খাগড়াছড়িতে পরিকল্পিত সাম্প্রদায়িক হামলার পর জনগণের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে। হামলার শিকার লোকজন বনে জঙ্গলে ও খোলা আকাশের নীচে অনাহারে অর্ধাহারে দিন যাপন করতে বাধ্য হচ্ছেন। ভয়ে তারা এখনও নিজ এলাকায় ফিরতে পারেননি, ক্ষতিপূরণও পাননি। অন্যদিকে হামলাকারীদের গ্রেফতার ও তদন্ত কমিটি গঠন করা হয়নি। সর্বোপরি খাগড়াভছড়িতে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে কার্যতঃ অঘোষিত জরুরী অবস্থা জারি করা হয়েছে। এ অবস্থায় সুস্থ মস্তিষ্ক সম্পন্ন সচেতন কোন নাগরিক আনন্দ উৎসবে সামিল হতে পারে না।
বিবৃতিতে প্রসিত খীসা হামলায় ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান, হামলাকারীদের গ্রেফতার ও তদন্ত কমিটি গঠন এবং ভবিষ্যতে আর কখনও হামরা হবে না আর বিনাদোষে কেউ আটক কিংবা নির্যাতনের শিকার হবে না এই মর্মে নিশ্চয়তা প্রদান সহ পার্বত্য চট্টগ্রামে জনগনের পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করে উৎসব পালনের সুস্থ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।