বোমাং রাজা অংশৈ প্রু চৌধুরী মারা গেছেন

অংশৈ প্রু ১৯৯৮ সালে বোমাং সার্কেলের পঞ্চদশ রাজা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পরশত শত বছরের ঐতিহ্যের অংশ হিসেবে বোমাং সার্কেলের বাৎসরিক খাজনা আদায়অনুষ্ঠান ও রাজপূন্যাহ মেলা (পইংজ্রা) আবার চালু করেন।
অংশৈপ্রু চৌধুরী ১৯৭৯থেকে ৮২ সাল পর্যন্ত জিয়াউর রহমান সরকারের খাদ্য প্রতিমন্ত্রী ছিলেন।সে সময় তিনি বান্দরবান থেকে জাতীয় সংসদ সদস্যও নির্বাচিত হয়েছিলেন।