খাগড়াছড়ি: খাগড়াছড়ি সদরের স্বনির্ভরে তিন সংগঠনের নেতা-কর্মীদের উপর সেনা-পুলিশ যৌথভাবে হামলা চালিয়েছে। এসময় তারা টিয়ারশেল নিক্ষেপ করেছে বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে, আজ ৭ মার্চ সকালে শহীদ অমর বিকাশ চাকমা স্মরণে আয়োজিত ছাত্র-যুব-নারী সমাবেশে অংশগ্রহণ করতে আসা তিন সংগঠনের নেতা-কর্মীরা স্বনির্ভরে ইউপিডিএফ-এর কার্যালয়ে অবস্থান করছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে তিন গাড়ি সেনা সদস্য সেখানে গিয়ে তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। এক পর্যায়ে সেনা সদস্যরা অতর্কিতে নেতা-কর্মীদের উপর হামলা চালায়। পরে হামলায় পুলিশও যোগ দেয়। তিন সংগঠনের নেতা-কর্মীরাও এতে প্রতিরোধ গড়ে তুললে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়ার চেষ্টা করে।
বর্তমানে ব্যাপক সংখ্যক সেনা ও পুলিশ স্বনির্ভর এলাকায় অবস্থান নিয়েছে। তিন সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা প্রতিরোধ জোরদার করেছে। চলছে থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া।
অপরদিকে উপজেলা পরিষদ এলাকায় মাসুম রানার নেতৃত্বে সেটলারদের একটি দল অবস্থান নিয়ে সাম্প্রদায়িক উস্কানি দেয়ার চেষ্টা চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে।
পরিস্থিতি বতর্মানে থমথমে অবস্থা বিরাজ করছে।
————
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্রউল্লেখপূর্বক ব্যবহার করুন।