ভ্রাতৃঘাতি সংঘাত পরিহারের আহ্বান বাঘাইছড়ির নির্বাচিত জনপ্রতিনিধিদের

বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ ।। পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতি সংঘাতের পথ পরিহার করার আহ্বান জানিয়েছেন বাঘাইছড়ির চার ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত জনপ্রতিধিগণসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আজ শুক্রবার (৮ এপ্রিল ২০২২) বর্তমান পরিস্থিতি সম্পর্কে আয়োজিত এক মত বিনিময় সভায় তারা এ আহ্বান জানান।
তারা বলেন কয়েকদিন আগে খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফের সাংগঠনিক এলাকায় সমঝোতার শর্ত লঙ্ঘন করে অন্য একটি দলের লোকজনের হুমকিমূলক অবস্থান নেয়ার কারণে সেখানে দুই পার্টির মধ্যে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে বলে তারা মন্তব্য করেন এবং সমঝোতার প্রতি সম্মান প্রদর্শন করে জাতীয় বৃহত্তর স্বার্থে তাদেরকে সেখান থেকে সরে যাওয়ার দাবি জানান।
এলাকার জনগণ ভ্রাতৃঘাতি সংঘাত চায় না উল্লেখ করে তারা বলেন, একটি বিশেষ স্বার্থান্বেষী মহল জুম্মদের মধ্যে ভ্রাতৃঘাতি সংঘাত লাগিয়ে দেয়ার জন্য সব সময় ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই ষড়যন্ত্রে পা না দেয়ার জন্য তারা দুই পার্টির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
সভায় বাঘাইছড়ি উপজেলার সাজেক, বঙ্গলতলি, রূপকারী ও মারিশ্যা ইউনিয়নের ৪৭ জন নবনির্বাচিত চেয়ারম্যান, বর্তমান ও প্রাক্তন মেম্বাার, গ্রামের কার্বারী, ব্যবসায়ী ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদের মধ্যে রয়েছেন বঙ্গলতলি ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান জ্ঞান জ্যোতি চাকমা, সাজেক ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা ও উক্ত চার ইউয়িন পরিষদের ৩২ জন ইউপি সদস্য।
বর্তমান পরিস্থিতি ছাড়াও তারা এলাকায় কিভাবে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে বৈ-সা-বি (বৈসুক, সাংগ্রাই, বিঝু, বিষু…) পালন করা যায় সে সম্পর্কেও আলোচনা করেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন