নান্যাচর : গতকাল শুক্রবার ঢাকায় ১৯ নারী-ছাত্র-যুব সংগঠনের সাথে সাক্ষাত করার কারণে ক্ষুব্ধ হয়ে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমার পরিবারের লোকজনকে আজ (শনিবার) দুপুর বারোটার মধ্যে বাড়ি ছেড়ে চলে যাবার নির্দেশ দিয়েছে সেনাসৃষ্ট নব্য মুখোশবাহিনীর সর্দার তপন জ্যোতি চাকমা ওরফে বর্মা।
আজ সকালে মোবাইলে কল দিয়ে বর্মা মন্টি চাকমার পরিবারের লোকজনকে আল্টিমেটাম দিয়ে জানিয়ে দেয় যে, দুপুর বারোটার মধ্যে পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে না গেলে সে নিজে সবাইকে গুলি করে হত্যা করবে।
সন্ত্রাসী বর্মা আরো জানায় তারা কেউ (মন্টি’র পরিবারের সদস্যরা) পার্বত্য চট্টগ্রামের সীমানার মধ্যে থাকতে পারবে না। মন্টি যেখানে রয়েছে সেখানে (বর্তমানে ঢাকা) চলে যেতে হবে। অন্যথায় যেখানে পাবে সেখানে গুলি করে হত্যা করবে।
এ ব্যাপারে সিএইচটিনিউজ ডটকমের পক্ষ থেকে মন্টি চাকমার পরিবারের লোকজনের সাথে কিছুক্ষণ আগে যোগাযোগ করা হলে তারা কাঁদতে কাঁদতে বলেন, আমরা নিরুপায় হয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। প্রাণের মায়া তো সকলের রয়েছে। মেয়েটার জন্য একমাস চোখের জল বিসর্জন দিয়েছি, দুঃচিন্তায় কতোদিন অভূক্ত থেকেছি, সে ছাড়া পাওয়ার পর আমরা গোটা পরিবার উচ্ছেদের শিকার হলাম। এখন কোথায় গিয়ে আশ্রয় নেবো জানি না।
উল্লেখ্য, গত ১৮ মার্চ সেনাসৃষ্ট নব্য মুখোশবাহিনীর সশস্ত্র সন্ত্রাসীরা রাঙামাটির কুতুকছড়ির আবাসিক নামক এলাকা থেকে হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী মন্টি চাকমা ও দয়াসোনা চাকমাকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। দীর্ঘ এক মাসের অধিক বন্দি করে রাখার পর গত ১৯ এপ্রিল তাদেরকে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়া হয়। এরপর নতুন করে মন্টি ও দয়াসোনা চাকমার পরিবারের উপর বিভিন্ন রকমের হুমকি দিয়ে আসছিল মুখোশ সর্দার বর্মা।
_______
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।