পার্বত্য চট্টগ্রামে নিপীড়ন বিরোধী নারী-যুব-ছাত্র সংগঠনসমূহের বৈঠক অনুষ্ঠিত

মন্টি ও দয়াসোনাকে উদ্ধারের দাবিতে স্বরাষ্টমন্ত্রণালয়ে স্মারকলিপি পেশসহ ৩ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচীর সিদ্ধান্ত

0
15

ঢাকা : হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী মন্টি চাকমা ও দয়াসোনা চাকমাকে উদ্ধারের কর্মসূচী বিষয়ে পার্বত্য চট্টগ্রাম নিপীড়ন বিরোধী নারী-যুব-ছাত্র সংগঠনসমূহের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৭ এপ্রিল) রাজধানীর তোপখানাস্থ জাতীয় মুক্তি কাউন্সিল কার্যালয়ে রাত ৮ টায় অনুষ্ঠিত বৈঠকে হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমার সভাপতিত্বে নারী-যুব-ছাত্র সংগঠনসমূহের নেতৃবৃন্দ আলোচনা করেন।

বৈঠকে নেতৃবৃন্দ অপহরণের ২০ দিন পরও প্রশাসনের পক্ষ থেকে উদ্ধারের দৃশ্যমান পদক্ষেপ না নেয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। নেতৃবৃন্দ হুশিয়ারী উচ্চারণ করে বলেন, অবিলম্বে যদি নেত্রীদ্বয়কে সুস্থ অবস্থায় উদ্ধার করা না হয়, তাহলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচী দেয়া হবে।

বৈঠকে দুই নেত্রীকে উদ্ধারের দাবিতে আগামি ১২ এপ্রিল প্রগতিশীল রাজনৈতিক দলসমূহের সাথে মতবিনিময়, ১৭ এপ্রিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৮ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় ও ১৯ এপ্রিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ এবং ৩০ এপ্রিল ’১৮ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে স্মারকলিপি পেশের সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক শম্পা বসু, বিপ্লবী নারী ফোরামের আহ্বায়ক নাসিমা নাজনীন, প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবীর, ছাত্র ঐক্য ফোরামের যুগ্ম আহ্বায়ক সরকার আল ইমরান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক দীপক শীল, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি বিনয়ন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের দপ্তর সম্পাদক রিপন চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য পার্বত্য চট্টগ্রামে নিপীড়ন বিরোধী নারী-যুব-ছাত্র সংগঠনসমূহ হল: হিল উইমেন্স ফেডারেশন, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, সিপিবি নারী সেল, নারী সংহতি, বিপ্লবী নারী মুক্তি, বিপ্লবী নারী ফোরাম, শ্রমজীবী নারী মৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ঐক্য ফোরাম, বাংলাদেশ ছাত্র ফেডারেশন ,জাতীয় ছাত্র দল, ছাত্র গণমঞ্চ , পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরাম।

————————————–

সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.