খাগড়াছড়ি : অপহৃত হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী মন্টি চাকমা ও দয়াসোনা চাকমাকে আজ বৃহস্পতিবার (১৯ এপ্রিল ২০১৮) রাত পৌনে ৮টার দিকে ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা।
দীর্ঘ এক মাস আটকে রাখার পর তাদেরকে ছেড়ে দেওয়া হলো।
খাগড়াছড়ি সদরের মধুপুরের এপিবিএন গেট এলাকায় অভিভাবক ও স্থানীয় মুরুব্বীদের মাধ্যমে তাদেরকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
ছাড়া পাওয়ার পর তারা অভিভাবকদের সাথে খাগড়াছড়ি থেকে বাড়ির পথে রওনা হয়েছেন।
উল্লেখ্য, এক মাস আগে গত ১৮ মার্চ নব্য মুখোশ বাহিনীর সন্ত্রাসীরা কুদুকছড়ির আবাসিক নামক স্থান থেকে তাদেরকে অস্ত্রের মুখে অপহরণ করে।
—————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।