মহালছড়িতে কল্পনা অপহরণকারীদের দাযমুক্তির রায়ের বিরুদ্ধে বিক্ষোভ, লে. ফেরদৌস গংদের প্রতীকী ফাঁসি

0
মহালছড়িতে আয়োজিত সমাবেশে কল্পনা অপহরণকারীদের শাস্তিসহ বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। এতে শিশুরাও অংশগ্রহন করেন।

মহালছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ৯ জুন ২০২৪

খাগড়াছড়ির মহালছড়িতে পাহাড়ের নারী নেত্রী কল্পনা চাকমা’র অপহরণকারীদের দায়মুক্তির রায়ের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ এবং জনতার আদালতে চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস, সালেহ আহম্মেদ ও নুরুল হককে প্রতীকী ফাঁসি প্রদান করা হয়েছে।

আজ রবিবার (৯ জুন ২০২৪) বেলা ২:৩০টার সময় ইউপিডিএফের মহালছড়ি ইউনিটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।  


“অপহরণের ২৮ বছর: কল্পনা চাকমার সন্ধান চাই, অপরাধীদের সাজা দাও, দায়মুক্তির রায় মানি না, মানব না” শ্লোগানে মিছিলের পর অনুষ্ঠিত সমাবেশে ইউপিডিএফ সংগঠক বিজগ খীসার সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক স্থির চাকমা।।

সমাবেশে স্থির চাকমা বলেন, সেই ১৯৯৬ সাল হতে আজ পর্যন্ত দীর্ঘ ২৮ বছরেও এ রাষ্ট্র, সরকার ও শাসকগোষ্ঠি কল্পনা চাকমার সন্ধান দিতে ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, সুষ্ঠু বিচারের আশায় কল্পনা চাকমার বড় ভাই কালিন্দী কুমার চাকমার দায়েরকৃত মামলায় শুনানীর নামে কালক্ষেপন ও হয়রানি শেষে গত ২৩ এপ্রিল ২০২৪ রাঙামাটি জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি খারিজ করে দিয়ে চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস গংদের দায়মুক্তি দিয়েছে।


তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম থেকে শাসকগোষ্ঠী আমাদের অস্তিত্ব ধ্বংস করে দেয়ার জন্য নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের প্রত্যক্ষ মদদে ভূমি বেদখল, সাম্প্রদায়িক হামলা, ডজনেরও অধিক গণহত্যা, খুন-গুম, মা-বোনদের ধর্ষণসহ নানা ধরণের অপকর্ম সংঘটিত হয়েছে। সাম্প্রতিক বান্দরবানে কুকি-চিনের বিরুদ্ধে অভিযানের নামে নিরীহ বম জনগোষ্ঠী, ছাত্র-ছাত্রী ও গর্ভবতী মহিলা পর্যন্ত তারা গ্রেফতার করেছে। তাদের হাত থেকে পঞ্চম শ্রেণীর ছাত্র ১৩ বছরের শিশু ভানথাংপুই বম পর্যন্ত রেহায় পাইনি। যা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়।

সমাবেশ থেকে তিনি আদালত কর্তৃক কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারী অপহরণকারী লে. ফেরদৌস গংদের দায়মুক্তির রায়কে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন এবং অবিলম্বে অপরাধীদের আইনের আওতায় এনে বিচার ও সর্বোচ্চ সাজা দেয়ার দাবি জানান।

পরে তিনি জনতার আদালতের রায়ে চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস, ভিডিপি প্লাটুন কমাণ্ডার সালেহ আহম্মেদ ও নুরুল হককে প্রতীকী ফাঁসি দেয়ার ঘোষণা দেন।

এরপর সমাবেশে উপস্থিত জনতা অপহরণকারীদের কুশপুত্তলিকায় লাঠিপেটা করে ক্ষোভ প্রকাশ করেন এবং কুশপুত্তলিকা রশিতে ঝুলিয়ে প্রতীকী ফাঁসি কার্যকর করেন।

কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস, সাালেহ আহমেদ ও নুরুল হকের কুশপুত্তলিকা রশিতে ঝুলিয়ে প্রতীকী ফাঁসি দেওয়া হয়।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More