মহালছড়ির মাইসছড়িতে সেটলার কর্তৃক ভূমি বেদখল ও পাহাড়ি গ্রামে হামলার চেষ্টা, উত্তেজনা

মহালছড়ি প্রতিনিধি ।। খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি এলাকায় সেটলার বাঙালি কর্তৃক ভূমি বেদখল ও পাহাড়ি গ্রামে হামলার চেষ্টার ঘটনায় উত্তেজনা বিরাজ করছে বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, আজ ১০ ফেব্রুয়ারি ২০২২, বৃহস্পতিবার সকাল ৮টার সময় মো. আবু বক্কর ও মো. শাহিনের নেতৃত্বে ১৫/২০ জনের একদল সেটলার বাঙালি লেমুছড়ির আর্য সমাধি ভাবনা কুটিরের প্রায় ১২ হতে ১৫ একর জায়গা বেদখল করতে যায়। সেটলাররা উক্ত জায়গা পরিষ্কার করতে গেলে স্থানীয় পাহাড়িরা বাধা দেয়। এতে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান সাজাই মারমা ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন বলে জানা গেছে।
এদিকে, উক্ত ঘটনাকে কেন্দ্র করে আজ দুপুর ১:০০টার দিকে মো. আশরাফ ও মো. আজিমের নেতৃত্বে শতাধিক সেটলার বাঙালি জয়সেন পাড়া এলাকায় পাহাড়ি গ্রামে হামলা ও ঘরবাড়ি ভাংচুরের চেষ্টা চালায়। এতেও স্থানীয় পাহাড়িরা প্রতিরোধ করে। পাহাড়িদের প্রতিরোধের মুখে সেটলাররা পালিয়ে যেতে বাধ্য হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বর্তমানে ঘটনাস্থলে একদল সেনা সদস্য অবস্থান করছে বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন