মহালছড়িতে আন্তর্জাতিক নারী দিবসে এইচডব্লিউএফ-এর বিশাল নারী সমাবেশ ও র‌্যালী

0
14

মালছড়ি : আন্তর্জাতিক নারী দিবস ও হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ)-এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  খাগড়াছড়ির মালছড়ি উপজেলায় বর্নাঢ্য র‌্যালী ও সমাবেশ করেছে এইচডব্লিউএফ মহালছড়ি উপজেলা শাখা।

ব্যানারে লেখা ছিল ‘রাস্তা-ঘাট, ক্ষেত-খামার, শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্র নারী নিরাপত্তা নিশ্চিত কর বিলাইছড়িতে দুই মারমা তরুনী ধর্ষন ও যৌন হয়রানিতে জড়িত সেনা জওয়ানদের সাজা দাও। মা-বোনের ইজ্জত লুন্ঠন ও যৌন হয়রানি প্রতিরোধে এগিয়ে এসে রুখে দাড়াও’।

আজ সকাল ১০টায় উপজেলার ২৪ মাইল চৌমহনী (কলেজ গেইট এলাকা) থেকে বর্নাঢ্য মিছিলটি শুরু হয়। বিভিন্ন বয়সী তিন শতাধিক নারী বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে মিছিলে অংগ্রহণ করেন।

মিছিলটি থলিপাড়া হয়ে বাস টার্মিনাল এলাকা ঘুরে এসে সদরের বাবু পাড়ায় এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।  সমাবেশে সভাপতিত্ব করেন মহালছড়ি উপজেলা সাধারণ সম্পাদক পিপি চাকমা।  বক্তব্য রাখেন ডিওয়াইএফ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি রতন স্মৃতি চাকমা, পিসিপি মহালছড়ি উপজেলা সভাপতি মেনন চাকমা ও মহিলা কার্বারী মল্লিকা চাকমা। সভা সঞ্চালনা করেন এইচডব্লিউএফ-এর ইটা মুনি চাকমা।

বক্তারা আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য্য তুলে ধরে বলেন, যুগ যুগ ধরে সামরিক শাসন জারি থাকায় দেশের অন্যান্য এলাকার তুলনায় পার্বত্য চট্টগ্রামের নারীদের অবস্থা আরো বেশী সংকটাপন্ন। সামরিক বাহিনীর হাতে প্রায় সময় পাহাড়ি নারীরা ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়। দেশ বিদেশে আলোচিত এইচডব্লিউএফ নেত্রী কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারী লে: ফেরদৌসের বিরুদ্ধে সরকার কোন ব্যবস্থা গ্রহণ করেনি।

বক্তারা পার্বত্য চট্টগ্রামের নারী সমাজকে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সামিল হওয়ার পাশাপাশি শাসকগোষ্ঠীর জাতিগত নিপীড়ণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
_______
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.