মহালছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ির মহালছড়িতে আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীদের হামলায় পাহাড়ি ছাত্র পরিষদের ৪ নেতা-কর্মী আহত হয়েছে। এছাড়া মহালছড়ি উপজেলা চেয়ারম্যান সোনা রতন চাকমাকেও অপদস্থ করা হয়েছে। এ হামলার প্রতিবাদে পাহাড়ি ছাত্র পরিষদের কর্মীরা মহালছড়িতে তাৎক্ষণিক সড়ক অবরোধ পালন করে। ফলে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কে বেশ কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।
আজ ২১ ডিসেম্বর মহালছড়ি উপজেলার নব নির্মিত থানা ভবন উদ্বোধন করতে স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন মহালছড়ি যান। স্বরাষ্ট্রমন্ত্রীর মহালছড়ি যাওয়াকে কেন্দ্র করে পাহাড়ি ছাত্র পরিষদের কর্মীরা গতরাতে মহালছড়ি কলেজ ও মহালছড়ি সদর এলাকায় “পঞ্চদশ সংবিধান সংশোধনী বাতিল কর”, “জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি চাই”, “আমরা বাঙালি নই”… ইত্যাদি শ্লোগান সম্বলিত পোস্টার টাঙিয়ে দেয়। কিন্তু আজ সকালে ছাত্রলীগের কিছু কর্মী উক্ত পোস্টারগুলো ছিড়ে ফেলে দিলে পাহাড়ি ছাত্র পরিষদের কর্মীদের সাথে ছাত্রলীগের কর্মীদের মধ্যে কিছুটা কথা কাটাকাটি হয়। এর জের ধরে সকাল আনুমানিক ৯টার দিকে মহালছড়ি আওয়ামী লীগের সহ সভাপতি রতন মেম্বার, মাইসছড়ি আওয়ামী লীগের সভাপতি কামাল, ছাত্রলীগের নয়ন, জিয়া, বাবলু, সুমন, জীবন ও রিপনের নেতৃত্বে ৩০/৪০ জন আওয়ামী লীগ ও ছাত্র লীগের কর্মী পাহাড়ি ছাত্র পরিষদের নেতা-কর্মী ও মহালছড়ি কলেজের সাধারণ ছাত্র-ছাত্রীদের উপর হামলা চালায়। তাদের হামলায় পাহাড়ি ছাত্র পরিষদের মহালছড়ি থানা শাখার সাধারণ সম্পাদক রতন স্মৃতি চাকমা, মহালছড়ি কলেজ শাখার সাধারণ সম্পাদক রতন চাকমা, কলেজ কমিটির সদস্য ইকো চাকমা ও রতন স্মৃতি চাকমা আহত হয়। এ সময় উদ্ভুত পরিস্থিতি সামাল দিতে মহালছড়ি উপজেলা চেয়ারম্যান সোনা রতন চাকমা সেখানে উপস্থিত হলে ছাত্রলীগের কর্মীরা তার উপরও চড়াও হয়। এতে পালাতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। মহালছড়ি থানার এসআই মাসুদ এ সময় আ’লীগ ও ছাত্রলীগ কর্মীদের উস্কে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর মহালছড়ি ইউনিটের প্রধান সংগঠক প্রদীপ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আপ্রুসি মারমা ও মহালছড়ি থানা শাখার সভাপতি ম্যাজিক দেওয়ান এক যুক্ত বিবৃতিতে আওয়ামী লীগ ও ছাত্র লীগের এ নগ্ন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে তারা এ হামলাকে পূর্ব পরিকল্পিত উল্লেখ করে বলেন, ক্ষমতাসীন সরকার সারা দেশে ছাত্রলীগের কর্মীদের দিয়ে সন্ত্রাসী রাজত্ব কায়েম করে চলেছে। এ সন্ত্রাসী কার্যক্রমের অংশ হিসেবেমহালছড়িতে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতির সময় পাহাড়ি ছাত্র পরিষদের নেতা-কর্মীদের উপর আজকের এ হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে তারা অবিলম্বে উক্ত হামলার সাথে জড়িত আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা কর্মীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।