মহালছড়িতে আ’লীগ সন্ত্রাসী কর্তৃক ছাত্র-শিক্ষকসহ বেশ কয়েকজন মারধরের শিকার
মহালছড়ি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার পশ্চিম ক্যায়াংঘাট এলাকায় আ’লীগ সন্ত্রাসীদের হামলায় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-শিক্ষকসহ বেশ কয়েকজন মারধরের শিকার হয়েছেন। আজ ১১ নভেম্বর সোমবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার ব্যক্তিরা হলেন, পশ্চিম ক্যায়াংঘাট বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রীতি শংকর চাকমা এবং তার স্ত্রী ও পুত্র যথাক্রমে সান্ত্বনা চাকমা ও বেবিলন চাকমা, তৃতীয় শ্রেণীর ছাত্রী করুণা চাকমা, ৪র্থ শ্রেণীর ছাত্র গুল চাকমা ও জুয়েল চাকমা। এ সময় সন্ত্রাসীদের হামলার আতঙ্কে লিলি চাকমা নামের চতুর্থ শ্রেণীর এক ছাত্রী অজ্ঞান হয়ে পড়ে। এছাড়াও আরো কয়েজন ছাত্র মারধরের শিকার হয়েছে বলে জানা গেছে।
খাগড়াছড়িতে আ’লীগ আয়োজিত সমাবেশে আসার সময় অতর্কিতে বিদ্যালয়ে ঢুকে সন্ত্রাসীরা এ হামলা চালায়। সন্ত্রাসীরা প্রীতি শংকর চাকমাকে মারধর করতে দেখে তার স্ত্রী সান্ত্বনা চাকমা ও ছেলে বেবিলন চাকমা ছুটে এলে সন্ত্রাসীরা তাদের উপরও হামলে পড়ে এবং বেদম মারধর করে। এরপর সন্ত্রাসীরা গাড়িযোগে খাগড়াছড়ি সমাবেশের দিকে রওনা হয়।
