মহালছড়ি : খাগড়াছড়ির মহালছড়িতে উপজেলার পাহাড়তলি গ্রামের কার্বারী গ্রগতি চাকমা (৬২) ও ভূয়াটেক গ্রামের কার্বারী অমল চাকমা (৬০)-কে অপহরণ করেছে সংস্কারপন্থী জেএসএস সন্ত্রাসীরা।
গতকাল বুধবার (৩০ মে ২০১৮) রাত ১১টার দিকে একদল সংস্কারপন্থী তাদেরকে অস্ত্রের মুখে নিজ নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। তাদেরকে মুবাছড়ির দিকে নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদেরকে ছেড়ে দেওয়া হয়নি।
জানা গেছে, গত ৩/৪ দিন আগে সংস্কারপন্থী সন্ত্রাসীরা অমল কার্বারীকে ফোন করে ৩০ জনের ভাতের অর্ডার দিয়েছিল। কিন্তু তিনি তাদেরকে অর্ডার মত ভাতের ব্যবস্থা করতে পারেননি। এতে ক্ষুব্ধ হয়ে সন্ত্রাসীরা তাকে অপহরণ করে থাকতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন। অপরদিকে, প্রগতি কার্বারীকে অপহরণের কোন কারণই দেখতে পাচ্ছেন না তার গ্রামবাসীরা।
—————-
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।