মহালছড়ি : খাগড়াছড়ির মহালছড়ির উপজেলার কিয়াংঘাট এলাকায় পাহাড়িদের বাড়িঘরে লুটপাট করেছে সেটলার বাঙালিরা।
গতকাল বুধবার (১৯ ডিসেম্বর) বিকালে কিয়াংঘাট ইউপি’র তবলছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
সেটলাররা গ্রামের বাসিন্দা শ্যামল চাকমা(৪৭), পিতা- বুদ্ধ রঞ্জন চাকমার বাড়ি থেকে সোলার, সোলারের ব্যাটারি-বাল্ব এবং টিটন চাকমা (২০), পিতা- রঞ্জন চাকমার বাড়ি থেকে কোদাল, কুড়াল, দা ইত্যাদি জিনিস লুট করে নিয়ে যায়।
জানা যায়, কিয়াংঘাট ইউপি’র নতুন পাড়া থেকে ৫/৭ জন সেটলার গতকাল বিকাল ৫টার দিকে পার্শ্ববর্তী তবলছড়ির পাহাড়ি বসতিতে গিয়ে বাড়িঘরে ইট-পাটকেল নিক্ষেপ করে সাম্প্রদায়িক উস্কানির চেষ্টা চালায়। এক পর্যায়ে তারা শ্যামল চাকমা ও টিটন চাকমার বাড়ি থেকে উক্ত জিনিসপত্রগুলো লুট করে নেয়। এ সময় সেটলাররা শ্যামল চাকমার বাড়ির কিছু অংশ ভেঙে দেয়।
পরে এ ঘটনা জানাজানি হলে একটি সেনাদল ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়। তারা ঘটনায় জড়িত সেটলারদের নামগুলো সংগ্রহ করে নেয় বলে স্থানীয়রা জানান।
তবে তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তা জানা যায়নি।
—————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।