সিএইচটিনিউজ.কম
মহালছড়ি: খাগড়াছড়ি’র মহালছড়ি কলেজ মাঠে ৫দিন ব্যাপী বই মেলা চলছে। এ বই মেলার আজ ৩য় দিন। আগামী ১৬ মার্চ পর্যন্ত এ বইমেলা চলবে। বইমেলা উদযাপন কমিটির ব্যানারে এই বইমেলার আয়োজন করা হয়েছে।
গত ১২ মার্চ এ বইমেলার উদ্বোধন করেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার লাবনী চাকমা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মেলার আয়োজক কমিটির আহবায়ক ও মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লাব্রেচাই মারমা, প্রবীণ শিক্ষাবিদ সুখময় চাকমা প্রমূখ।
বইমেলায় পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরাম-এর সহযোগিতায় রেঁনেসা বই ঘর ও রানজুনি সেন্টারসহ কয়েকটি স্টল অংশ গ্রহন করেছে। এতে রাজনৈতিক, ধর্মীয় গ্রন্থ, উপন্যাস, মুক্তিযোদ্ধা ভিত্তিক ইতিহাস, পার্বত্য চট্টগ্রামের ইতিহাস ভিত্তিক বই, নারী নেত্রী কল্পনা চাকমা’র ডায়েরী ও মহা মণীষীদের জীবনী সহ বিভিন্ন শ্রেণীর বই স্থান পেয়েছে। বই মেলায় প্রতিদিন শত শত বইপ্রেমীদের উপস্থিতি চোখে পড়ার মতো।
ছোট্ট পরিসরে হলেও মহালছড়িতে এই বইমেলার আয়োজন এলাকার ব্যাপক সাড়া জাগিয়েছে।