মহালছড়িতে ৫দিন ব্যাপী বইমেলা চলছে

0
7

সিএইচটিনিউজ.কম
মহালছড়ি: খাগড়াছড়ি’র মহালছড়ি কলেজ মাঠে ৫দিন ব্যাপী বই মেলা চলছে। এ বই মেলার আজ ৩য় দিন। আগামী ১৬ মার্চ পর্যন্ত এ বইমেলা চলবে। বইমেলা উদযাপন কমিটির ব্যানারে এই বইমেলার আয়োজন করা হয়েছে।

Book fair 2014গত ১২ মার্চ এ বইমেলার উদ্বোধন করেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার লাবনী চাকমা।  উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মেলার আয়োজক কমিটির আহবায়ক ও মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লাব্রেচাই মারমা, প্রবীণ শিক্ষাবিদ সুখময় চাকমা প্রমূখ।

বইমেলায় পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরাম-এর সহযোগিতায় রেঁনেসা বই ঘর ও রানজুনি সেন্টারসহ কয়েকটি স্টল অংশ গ্রহন করেছে। এতে রাজনৈতিক, ধর্মীয় গ্রন্থ, উপন্যাস, মুক্তিযোদ্ধা ভিত্তিক ইতিহাস, পার্বত্য চট্টগ্রামের ইতিহাস ভিত্তিক বই,  নারী নেত্রী কল্পনা চাকমা’র ডায়েরী ও মহা মণীষীদের জীবনী সহ বিভিন্ন শ্রেণীর বই স্থান পেয়েছে। বই মেলায় প্রতিদিন শত শত বইপ্রেমীদের উপস্থিতি চোখে পড়ার মতো।

ছোট্ট পরিসরে হলেও মহালছড়িতে এই বইমেলার আয়োজন এলাকার  ব্যাপক সাড়া জাগিয়েছে।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.