মহালছড়ি কলেজে পিসিপির নবীন বরণ ও কলেজ শাখার কাউন্সিল অনুষ্ঠিত
সিএইচটিনিউজ.কম
মহালছড়ি প্রতিনিধি: “হে নবীন এসো মুক্তির শপথে-শোষণের কারাগার ভেঙ্গে দৃপ্ত প্রত্যয়ে শোষণ মুক্ত সমাজ গড়ে তুলি” এই শ্লোগানে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর মহালছড়ি কলেজ শাখার উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান ও ৬ষ্ঠ কলেজ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টায় মহালছড়ি কলেজ হল প্রাঙ্গনে আয়োজিত এইচএসসি ১ম বর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে পাহাড়ি ছাত্র পরিষদ মহালছড়ি সদর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রিপন চাকমার সঞ্চালনায় ও পাহাড়ি ছাত্র পরিষদ মহালছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মেনন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বাবলু চাকমা, মহালছড়ি উপজেলা শাখার সভাপতি তপন চাকমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য অংকন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক সর্বানন্দ চাকমা, হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাদ্রী চাকমা। এতে আরো উপস্থিত ছিলেন, পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি বিপুল চাকমা, সাংগঠনিক সম্পাদক রতন স্মৃতি চাকমা, গণতান্ত্রিক যুবফোরাম মহালছড়ি উপজেলা শাখার সভাপতি পলাশ চাকমা ও সাংগঠনিক সম্পাদক নিদর্শন খীসা।
এতে বক্তারা বলেন, পাবর্ত্য চট্টগ্রামের পাহাড়ি জাতিসত্ত্বার ছাত্র-ছাত্রীরা শিক্ষা ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। এক্ষেত্রে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানান বক্তারা।
এরপর বকুল চাকমাকে সভাপতি, রিংকু চাকমাকে সাধারণ সম্পাদক ও রিপন চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ২১সদস্য বিশিষ্ট মহারছড়ি কলেজ শাখার নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সকল সদস্যকে শপথ বাক্য পাঠ করান পিসিপি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বাবলু চাকমা। অনুষ্ঠানের শেষ স্থলে ‘আমরা করবো জয়’ গানটি একযোগে উপস্থিত শতাধিক শিক্ষার্থীর গাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
———–
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।