মহালছড়ি জোনে নব্য মুখোশদের সাথে সেনাদের গোপন বৈঠক

0
24

মহালছড়ি : খাগড়াছড়ির মহালছড়ি আর্মি জোনে নব্য মুখোশ বাহিনীর সাথে কতিপয় সেনা কর্মকর্তার গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

গত ৩ এপ্রিল সকাল ১০টা থেকে পাঁচ ঘন্টা ধরে এ বৈঠক চলে। এতে কুখ্যাত সন্ত্রাসী ও নব্য মুখোশ বাহিনীর সর্দার তপন জ্যোতি চাকমা ওরফে বর্মা, উজ্জ¦ল কান্তি চাকমা ওরফে প্রত্যয় ওরফে দাজ্যা, উত্তরণ ও জেএসএস সংস্কারবাদী গ্রুপের কয়েকজন সহ মোট ৮ জন উপস্থিত ছিলেন বলে সূত্রটি জানিয়েছে।

মিটিং শেষে নব্য মুখোশরা ও সংস্কারবাদীরা একটি কালো মাইক্রোবাস যোগে মুবাছড়ির দিকে চলে যায়।

উক্ত গোপন বৈঠক কি নিয়ে আলাপ হয়েছে তা জানা যায়নি। তবে কুদুকছড়ি হামলা ও হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী মন্টি চাকমা ও দয়াসোনা চাকমাকে অপহরণের পর চলমান গণআন্দোলনের প্রেক্ষাপটে মুখোশরা তাদের গতিবিধি সীমিত করতে বাধ্য হয়েছে।

আর্মিরাও আর আগের মতো প্রকাশ্যে ও উলঙ্গভাবে তাদের সমর্থন দিতে পারছে না। এমনকি বহু সেনা কর্মকর্তা বর্মাদের মতো কুখ্যাত সন্ত্রাসী ও দাগী আসামীর সাথে সংস্রব বজায় রাখার আদৌ পক্ষপাতী নয়। কারণ তাদের মতে এতে জনগণের সামনে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়।
——————-
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.