মাটিরাংগায় সেটলার কর্তৃক দুই পাহাড়ি শিশুকে ধর্ষণের চেষ্টা!
মাটিরাংগা প্রতিনিধি।। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতি ও আমতলী ইউনিয়নে পৃথক ঘটনায় ১০ ও ১২ বছর বয়সী দুই পাহাড়ি শিশু সেটলার কর্তৃক ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত ১০ ও ১৮ সেপ্টম্বর পৃথকভাবে দু’টি ঘটনা ঘটে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, গত রবিবার (১৮ সেপ্টেম্বর) ৮নং আমতলী ইউনিয়নের পতি কার্বারী পাড়ার কিরণ বিকাশ ত্রিপুরার ৩য় শ্রেণীতে পড়ুয়া মেয়ে শিশুটি (১০) জালিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে স্কুল ছুটি শেষে বাড়ি ফিরছিল। ফেরার পথে বাড়ির কাছাকাছি পৌঁছলে মোঃ ফারুক(১৮), পিতা-রঞ্জু মিয়া, গ্রাম-জালিয়া পাড়া নামে এক বখাটে সেটলার যুবক ওই শিশুটিকে ঝাপটে ধরে জঙ্গলে নিয়ে যায়। পরে তার সাথে থাকা তার বান্ধবীরা গ্রামে গিয়ে বিষয়টি এলাকাবাসীকে জানালে এলাকার লোকজন ছুটে এলে মোঃ ফারুক পালিয়ে যায় এবং লোকজন শিশুটিকে উদ্ধার করে।
উক্ত ঘটনায় আমতলী ইউপি চেয়ারম্যান মো: আব্দুল গণিসহ জনপ্রতিনিধিরা সামাজিকভাবে সমাধান করার আশ্বাস দিয়ে থানায় মামলা না করার জন্য শিশুটির অভিভাবককে বলেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এদিকে গত ১০ সেপ্টেম্বর পার্শ্ববতী গোমতি ইউনিয়নের প্রার্থনা কুমার পাড়ায় ১২ বছর বয়সী অপর এক পাহাড়ি শিশু নিজ বাড়িতে মোঃ মালু মিয়া(১৭), পিতা- হারুন মিয়া, গ্রাম- তরুণী পাড়া ও মোঃ সুমন মিয়া (২৮), পিতা শফিকুল ইসলাম, গ্রাম-গালামনি পাড়া নামে দুই সেটলার কলা ব্যবসায়ী কর্তৃক ধর্ষণের প্রচেষ্টার শিকার হয়েছে বলে এলাকাবাসীর সূত্রে জানা গেছে।
—————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।