মাটিরাঙ্গা প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২৭ আগস্ট ২০২৩

ইউপিডিএফ ও গণতান্ত্রিক যুব ফোরামের কর্মীরা মিলে স্থানীয় লোকজনের চলাচলের সুবিধার্থে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলাধীন ওয়াছু ছড়ার ওপর একটি বাঁশের সাঁকো নির্মাণ করে দিয়েছে।
আজ রবিবার (২৭ আগষ্ট ২০২৩) এই সাঁকোটি নির্মাণ করে দেওয়া হয়। এতে ইউপিডিএফ ও যুব ফোরামের স্থানীয় নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
এই সাঁকোটি নির্মাণের ফলে ওই এলাকার লোকজন ও শিক্ষার্থীদের চলাচলে সুবিধা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এছাড়া মাটি ক্ষয় রক্ষা ও ধস ঠেকাতে ছড়ার পারে বাঁশের চারা রোপন করা হয়।

সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন