মাটিরাঙ্গায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ যুবক আটক

মাটিরাঙ্গা প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ২২ অক্টোবর ২০২৫
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের অযোধ্যা এলাকায় এক পাহাড়ি কিশোরীকে(১৫) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।
স্থানীয়রা অভিযুক্ত এলাকার দুই যুবককে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে। এ ঘটনায় জড়িত আরো দুই জন অভিযুক্ত পলাতক রয়েছে।
গত সোমবার (২০ অক্টোবর) রাতে এ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
আটক দুইজন হলো– রনি বিকাশ ত্রিপুরা (৩২), পিতা- অরুণ বিকাশ রোয়াজা, গ্রাম- হেমন্ত হেডম্যান পাড়া, বেলছড়ি ইউনিয়ন ও ডেটল বাবু (১৭), পিতাঃ আনি রঞ্জন ত্রিপুরা, গ্রাম- উদয় কুমার পাড়া, গোমতি ইউনিয়ন।
আর পলাতক দু’জন হচ্ছে, সুমন বিকাশ ত্রিপুরা (১৮) ও রিমন ত্রিপুরা (২২)।
জানা যায়, গত সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ভুক্তভোগী কিশোরী স্থানীয় অযোধ্যা কালি মন্দিরে তার আত্মীয়ের সাথে পূজা দেখতে যায়। ওই সময় ৪ জন স্থানীয় যুবক তাকে কথা বলার ছলে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
পরে ঘটনা জানাজানি হলে স্থানীয়ভাবে বিষয়টি আপস-মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।
পরবর্তীতে স্থানীয়রা উক্ত দু’কজনকে আটক করে থানায় খবর দেয়। এরপর পুলিশ গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।