মাটিরাঙ্গায় যুবনেতা শহীদ পঞ্চসেন ত্রিপুরার ৯ম শহীদবার্ষিকীতে পিসিপি’র স্মরণসভা

0

মাটিরাঙ্গা প্রতিনিধি, সিএইচটি নিউজ ।। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যুবনেতা শহীদ পঞ্চসেন ত্রিপুরার ৯ম শহীদবার্ষিকীতে স্মরণসভা করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

আজ ১৮ মে ২০২২, বুধবার সকাল ১০টার সময় এ স্মরণসভার আয়োজন করা হয়।

পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক শান্ত চাকমার সভাপতিত্বে ও মাটিরাঙ্গা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুইন ত্রিপুরার সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) মাটিরাঙ্গা ইউনিট সমন্বয়ক সুইমং মার্মা ও হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক এন্টি চাকমা।

স্মরণসভা শুরুতে শহীদ পঞ্চসেন ত্রিপুরাসহ পার্বত্য চট্টগ্রামে নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষে যারা নিজের জীবন উৎসর্গ করেছেন সেই সকল বীর শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

স্মরণসভায় ইউপিডিএফ নেতা সুইমং মার্মা বলেম, যুবনেতা পঞ্চসেন ত্রিপুরা পার্বত্য চট্টগ্রামে নিপীড়িত জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে নিজের জীবন উৎসর্গ করেছেন। তার আত্মবলিদান কখনো বৃথা যাবে না।

তিনি বলেন, রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে যৌক্তিক লড়াইয়ে কোনঠাসা হয়ে শাসকগোষ্ঠি দালাল-লেজুড়বাদীদের দিয়ে খুন, গুম, ধর্ষণ, অপহরণ সহ মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা সংঘটিত করছে। দেশে আইনের শাসন না থাকার কারণে আইনকে তোয়াক্কা না করে বিভিন্ন গোষ্ঠীকে উস্কে দিয়ে জনগণের ন্যায্য দাবিকে আড়াল করার পাঁয়তারা চালিয়ে যাচ্ছে।

এন্টি চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে নিপীড়নের মাত্রা এতই প্রকট যে একটি জাতিকে ধ্বংস করার জন্য এদেশের রাষ্ট্রযন্ত্র সকল ধরনের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। পার্বত্য চট্টগ্রামে ন্যায়সঙ্গত আন্দোলনকে রুখে দিতে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী সৃষ্টি করে খুন, গুম, অপহরণসহ সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামে ধর্ষণকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে জাত বিধ্বংসী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

শান্ত চাকমা বলেন,পার্বত্য চট্টগ্রাম দীর্ঘ কয়েক দশক ধরে সেনা শাসনে পিষ্ট। শান্তি, সম্প্রীতি, উন্নয়নের বুলি আউরিয়ে জুম্ম জনগণকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। মুসলিম বিহীন সাজেকের পর্যটনে মসজিদ তৈরী, বান্দরবানে সেনা কল্যাণ ট্রাস্ট ও রাবার কোম্পানি কর্তৃক ম্রো ও ত্রিপুরাদের হাজার একরেরও অধিক ভূমি বেদখল করে সেখানকার জনগোষ্ঠীগুলোকে বাস্তুচ্যুত করা হচ্ছে।

শান্ত চাকমা আরো বলেন, অন্যায়ভাবে খুন-গুম পার্বত্য চট্টগ্রামে নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। আটকের পর বিনা বিচারে হত্যাসহ অন্যায় নিপীড়ন-নির্যাতনে জনজীবন অতীষ্ঠ করে তুলেছে।

বক্তারা অভিযোগ করে বলেন, যুবনেতা শহীদ পঞ্চসেন ত্রিপুরার হত্যাকারীরা এখনো প্রকাশ্যে দিবালোকে প্রশাসনের নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছে। দীর্ঘ ৯ বছরেও প্রশাসন খুনিদের গ্রেফতার করেনি।

বক্তারা অবিলম্বে যুবনেতা শহীদ পঞ্চসেন ত্রিপুরার হত্যাকারীদের গ্রেফতারপূর্বক বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৮ মে দিবাগত রাত ২টায় তৎসময় সেনাসৃষ্ট বোরকা পার্টির সন্ত্রাসীরা যুবনেতা পঞ্চসেন ত্রিপুরাকে মাটিরাঙ্গা উপজেলার গোমতির নিজ বাড়িতে গুলি করে হত্যা করে।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More