মাটিরাঙ্গা প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ১৭ জুলাই ২০২৩

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ২০৭নং ওয়াসু মৌজাস্থ মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব তৈইকুম্ভা পাড়া এলাকায় একদল সেটলার বাঙালি পাহাড়িদের ভোগদখলকৃত ভূমি বেদখলের চেষ্টা চালিয়েছে। তবে স্থানীয় পাহাড়িরা প্রতিরোধ করলে সেটলাররা সেখান থেকে চলে যায় বলে জানা গেছে।
আজ সোমবার (১৭ জুলাই ২০২৩) সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার সময় মাটিরাঙ্গা সদর এলাকা থেকে ৫/৬ জনের একদল সেটলার বাঙালি পূর্ব তৈইকুম্ভা পাড়া এলাকায় এসে স্থানীয় পাহাড়িদের ভোগদখলীয় জায়গা বেদখলের উদ্দেশ্যে সেখানে গাছ কাটে ও জঙ্গল কেটে পরিষ্কার করতে শুরু করে। পরে খবর পেয়ে স্থানীয় পাহাড়ি নারীরা তাদের বাধা দেয় ও প্রতিরোধ করে। এরপর সেটলার বাঙালিরা সেখান থেকে চলে যেতে বাধ্য হয়।
উল্লেখ্য, ২০২০ সালেও উক্ত জায়গাটি সেটলার বাঙালিরা বেদখলের চেষ্টা চালিয়েছিল। সে সময়ও এলাকার জনগণের তীব্র প্রতিবাদের কারণে তারা জায়গাটি বেদখল করতে পারেনি বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন