মাটিরাঙ্গায় সেনাবাহিনী কর্তৃক দু’জন আটক !
জানা যায়, সুমন্ত ত্রিপুরা বাল্যাছড়ি সাইনবোর্ড এলাকার নির্মল ত্রিপুরার দোকানে বসেছিলেন। এ সময় মাটিরাঙ্গা জোন থেকে একদল সেনা সেখানে এসে তাকে আটক করে নিয়ে যায়। একই সময় সেনারা কিরণ বিকাশ ত্রিপুরাকেও আটক করে। পরে রাতে তাদেরকে গুইমারা থানায় হস্তান্তর করা হয়। কি কারণে তাকে আটক করা হয়েছে তা জানা যায়নি।
আটক সুমন্ত ত্রিপরা পাহাড়ি ছাত্র পরিষদের মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তিনি ইউএনডিপি পরিচালিত রেংখঙ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন।