মাটিরাঙ্গায় ১৪৪ ধারা জারি অগণতান্ত্রিক- যুব ফোরাম
খোঁজ নিয়ে জানা যায়, প্রশাসনের পক্ষ থেকে একই এলাকায় ইউপিডিএফ(মূলত যুব ফোরাম) ও পিবিসিপি পাল্টাপাল্টি সমাবেশের ডাক দেয়ায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় ১৪৪ ধারা জারির কথা বলা হলেও মূলত যুব ফোরামের সমাবেশকে বানচাল করে দেয়ার জন্য পরিকল্পিতভাবে পিবিসিপিক-কে ব্যবহার করে এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, আটককৃত যুব ফোরাম ও পিসিপি নেতাদের নিঃশর্ত মুক্তি, মাটিরাংগা-গোমতি এলাকায় সাধারণ পাহাড়িদের হয়রানি বন্ধের করা ও প্রশাসনের অন্যায় ১৪৪ ধারা জারির প্রতিবাদে গণতান্ত্রিক যুব ফোরাম আগামীকাল ১৩ জুন বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা, রামগড় ও মানিকছড়ি উপজেলা সহ খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-ঢাকা সড়কে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ ঘোষণা করেছে।
উল্লেখ্য, গণতান্ত্রিক যুব ফোরামের আহুত সমাবেশকে কেন্দ্র করে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন আজ বধবার বিকেল ৪টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত গোমতি বাজার ও ইউনিয়ন পরিষদসহ এর আশে-পাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। যুব ফোরাম নেতা পঞ্চসেন ত্রিপুরাকে হত্যার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার গোমতি বাজারে এ সমাবেশ হওয়ার কথা ছিল।
—-