মাটিরাঙ্গার গোমতিতে সেটলার হামলায় গ্রামছাড়া ৪০ ত্রিপুরা পরিবারকে পুনর্বাসনের দাবি জানিয়েছে ইউপিডিএফ
হামলা ও গ্রামবাসীদের পালিয়ে গিয়ে প্রাণ রক্ষা করার ঘটনাকে স্থানীয় প্রশাসন যেভাবে অস্বীকার করেছে তা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত মন্তব্য করে ইউপিডিএফ নেতা বলেন, হামলার ৩ দিন পরও প্রশাসনের পক্ষ থেকে পালিয়ে যেতে বাধ্য হওয়া ত্রিপুরা গ্রামবাসীদের খোঁজখবর নেয়া হয়নি ও হামলাকারীদের বিরম্নদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
তিনি বলেন, গত ১৮ জুন মঙ্গলবার রাতে হামলার পর টাকার মনি গ্রামের ৪০ পরিবারের ৯০ জনের অধিক ত্রিপুরা নারী পুরুষ ও শিশু পালিয়ে গিয়ে জঙ্গলে আশ্রয় নিতে বাধ্য হন। বর্তমানে তারা বিরাশি মুড়া ও হেয়া পাড়ায় অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন।
ইউপিডিএফ নেতা প্রশাসনের নির্লিপ্ততা, মিথ্যাচার ও সংবেদনহীন আচরণকে দ্বিতীয় হামলা বলে মন্তব্য করে বলেন, এটা গ্রহণযোগ্য নয় কারণ তা হামলাকারীদের উৎসাহিত করবে। তিনি অবিলম্বে হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার নিশ্চয়তা বিধানের দাবি জানান।
উল্লেখ্য, গত ১৮ জুন গভীর রাতে গোমতি বাজারের পাশ্ববর্তী বান্দরছড়া এলাকা থেকে একদল সেটলার টাকার মনি পাড়ায় হামলা চালায়। এ হামলায় পাহাড়িরা প্রাণের ভয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এখনো পর্যন্ত তারা নিজ গ্রামে ফিরে যেতে পারেনি।